আওয়ামী লীগের শান্তি মিছিলে ককটেল নিক্ষেপ, আহত ৪ নেতাকর্মী
ছবি:সংগৃহীত
নওগাঁ জেলার আত্রাই ও রাণীনগর উপজেলায় আওয়ামী লীগের শান্তি মিছিলে পৃথক ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকর্মী আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার আত্রাইয়ে আওয়ামী লীগের শান্তি মিছিলে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে এ ঘটনা ঘটে ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাণীনগর উপজেলার রেলগেইট সংলগ্ন বিষ্ণুপুর ছোট ব্রিজে ককটেল বিস্ফোরণে মোটরসাইকেল আরোহী জয়নাল সরদার ও চালক জুয়েল হোসেন নামে দুইজন আহত হয়েছেন। একই দিন সন্ধ্যায় জেলার আত্রাইয়ে আওয়ামী লীগের শান্তি মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল ও ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহসিন মৃধা বিপ্লব আহত হন।
পৃথক ঘটনায় অজ্ঞাতদের নামে থানায় মামলা হয়েছে।
রাণীনগর উপজেলার মধ্যরাজাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আহত জয়নাল সরদার জানান, ওইদিন তারা দলীয় কাজ শেষে তিন মোটরসাইকেলে বড়গাছা থেকে রাণীনগরের দিকে ফিরছিলেন। ফেরার পথে উপজেলার রেলগেইট সংলগ্ন বিষ্ণুপুর নামক স্থানের ছোট ব্রিজে এলেই তাদের মোটরসাইকেল লক্ষ্য করে কে বা কারা তিনটি ককটেল নিক্ষেপ করে।
এ ঘটনায় রাতেই জয়নাল সরদার বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন।
অপরদিকে আত্রাই উপজেলা আওয়ামী লীগ সাহেবগঞ্জ দলীয় কার্যালয় হতে শান্তি মিছিল বের করে আহসানগঞ্জ রেল স্টেশন চত্বর হয়ে দলীয় কার্যালয়ে ফিরছিলো। মিছিলটি স্টেশনের পশ্চিম পার্শ্বে আসা মাত্র মিছিলকে লক্ষ্য করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামাণিক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ আত্রাই থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর উপজেলার ভবানীপুর গ্রাম হতে এসএম মোয়াজ্জেম হোসেন চাঁন্দুকে আটক করে পুলিশ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।
অপরদিকে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জোর তৎপরতা চলছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়েছে।