বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের
বগুড়ায় বাসচাপায় হাফিজুর রহমান (৪৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (২৪ মে) সকাল ১০টায় শহরের ঝোপগাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ধুনট উপজেলার মিজান সরকারের ছেলে এবং দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক।
বগুড়া উপশহর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আফজাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি
জানান, নিহত হাফিজুর রহমান সকালে বাসা থেকে কলেজের উদ্দেশে বের হয়। ঝোপগাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় রংপুর থেকে ঢাকাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।