মামলার ভয় দেখিয়ে ঘুষ আদায়, ২ এসআই প্রত্যাহার
সিরাজগঞ্জের কাজীপুরে ভাঙারি ব্যবসায়ীকে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের দুই উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগী প্রতিকার চাওয়ার পরে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন- কাজীপুর থানার এসআই আবুল হোসেন ও শহিদুল ইসলাম শহিদ।
জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের ভাঙারি ব্যবসায়ী লাভলু ইসলামকে গত ১৩ মে সন্ধ্যার দিকে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে আটক ও ৪০ হাজার টাকা আদায় করেন অভিযুক্তরা। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ১৫ মে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। অভিযোগের অনুলিপি দেওয়া হয় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (রাজশাহী) ও অতিরিক্ত জেলা পুলিশ সুপারকে (সদর সার্কেল)।
ভুক্তভোগী লাভলু ইসলাম বলেন, এসআই আবুল হোসেন ও শহিদুল ইসলাম শহিদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আমার বাড়িতে ও দোকানে তল্লাশি করেন। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তল্লাশিকালে স্থানীয়রা উপস্থিত ছিলেন। একপর্যায়ে তারা আমাকে আটক করে অন্য স্থানে নিয়ে যায়। সেখানে মামলার ভয় দেখিয়ে দুই ধাপে ৪০ হাজার টাকা আদায় করে।
জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, মঙ্গলবার রাতে ওই দুই উপপরিদর্শককে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
এসজি