আঙ্গুলের ছাপে ট্রেনে কাটা যুবকের পরিচয় শনাক্ত

নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে মারা যান এক যুবক। বুধবার সকালে মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে পুলিশ। কয়েক ঘণ্টা পরও মরদেহটি অজ্ঞাত হিসেবেই থাকে পুলিশ হেফাজতে। পরে আঙ্গুলের ছাপে ট্রেনে কাটা ওই যুবকের পরিচয় শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত ওই যুবকের নাম খোকা মিয়া (৩৬)। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল এলাকার সোনামিয়ার ছেলে।
এ বিষয়ে চংধুপইল ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ও সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস জানান, বুধবার (৩ মে) সকাল ১০টার দিকে শোভ বীজ বাজার এলাকায় রেললাইনে ওই মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ১১টার দিকে জিআরপি সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে ঈশ্বরদী জিআরপি থানার ওসি নিখিল রঞ্জন দেব বলেন,নিহতর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে বিস্তারিত জানা যাবে। ওই ঘটনায় ইউডি মামলা করা হয়েছে।
এসআইএইচ
