মহাসড়কে পেরেকবিদ্ধ কাঠ দিয়ে ডাকাতির চেষ্টা, আটক ২
গভীর রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া-হাটীকুমড়ুল মহাসড়কে পেরেকবিদ্ধ কাঠ দিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাকা পাংচার করে ডাকাতির চেষ্টা করা হয়েছে। পরে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।
জানা গেছ, সোমবার গভীর রাতে ঢাকা থেকে নওগাঁগামী সিমেন্ট বোঝাই ওই ট্রাকটি উপজেলার বনপাড়া-হাটীকুমড়ুল মহাসড়ক দিয়ে যাচ্ছিল। পথে মানিকপুর কলাবাগান এলাকায় পৌঁছাতেই মহাসড়কের দুই পাশে ১০-১২ জনকে রশি ধরে দাঁড়িয়ে থাকতে দেখেন ট্রাকচালক। ওই ডাকাত দলকে ক্রস করতেই ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। কারণ রশির মাঝ বরাবর ছিল পেরেকবিদ্ধ কাঠ।
পরিস্থিতি আঁচ করতে পেরে গাড়িটি থামিয়ে দেন চালক হুমায়ুন কবির। ট্রাক থেকে নামতেই কয়েকজন ছুটে এসে তার গলায় ছুরি ধরে। কিন্তু আগে থেকে এমন পরিস্থিতি মোকাবেলায় সাহসী চালক ছুরি ধরা ডাকাতকে আঘাত করে ফেলে দেন। মুহূর্তের মধ্যে সেখানে আরও দুটি ট্রাক থামে। ওই ট্রাক দুটি থেকে চালক-হেলপারদের নামতে দেখে ভয়ে পালিয়ে যায় ডাকাত দল।
এদিকে মহাসড়কে ট্রাক থামতে দেখে মানিকপুর চেকপোস্ট থেকে ছুটে আসে টহল পুলিশ। ঘটনা শুনে ওই ডাকাত দলকে ধরতে অভিযানে নামে পুলিশের ৩টি টীম। পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ২ জনকে।
এ বিষয়ে ট্রাকচালক হুমায়ুন কবির জানান,এর আগেও ঢাকার গাজিপুর এলাকায় ডাকাত দলের কবলে পড়েন তিনি। কিন্তু সেখানেও ডাকাতরা তার গাড়ি ডাকাতি করতে পারেনি বিধায় সাহসীকতার সাথে তিনি ডাকাত সদস্যকে আঘাত করেন।
তার দাবি, তার গাড়ির চাকা পাংচার করে মালামাল লুট করতে চেয়েছিল ডাকাত দল অথবা কোনা যাত্রীবাহী বাস ওই ডাকাত দলের টার্গেট ছিল।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ১১টার পর ওই ঘটনা ঘটে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এসআইএইচ