নাটোরে ছাত্রলীগের ধান কাটা কার্যক্রম শুরু
নাটোরের সিংড়া উপজেলায় পৌর এলাকার চকসিংড়া, শোলাকুড়া ও সোহাগবাড়ি মহল্লায় কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগকর্মীরা। জমি থেকে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলেও তারা নেননি কোন পারিশ্রমিক। এতে খুশি ওই কৃষকরা।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকার ৫ কৃষকের ৪ বিঘা জমির বোরো ধান কেটে দেন তারা।
সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, তিনিসহ প্রায় ১৫০ জন নেতাকর্মী ওই কাজে অংশ নেন।
জুয়েল বলেন, চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সেই আহ্বানে সাড়া দিয়ে সিংড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দরিদ্র কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি শুরু করলো।
উপকারভোগী চকসিংড়ার কৃষক মারফত আলী বলেন, আমি ১ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেও শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে সমস্যায় পড়ি। এসময় বিনা পারিশ্রমিকে ছাত্রলীগের নেতাকর্মীরা জমির ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
পাশের জমির কৃষক শুকুরন জানান, তার ১৬ শতাংশ জমির ধান পেকে গেলেও শ্রমিক না পেয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। ছাত্রলীগ নেতাকর্মীরা বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় তার অনেক উপকার হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অনুপ্রেরণায়, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগ অসচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে। চলতি বোরো মৌসুম জুড়ে ওই ধারা অব্যাহত থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
/এএস