সরকারি ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, আওয়ামী লীগ নেতা কারাগারে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী হতদরিদ্র গৃহহীনদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ২ রুমবিশিষ্ট আধাপাকা টিনশেড বাড়ি দেওয়া হচ্ছে। ওই প্রকল্পে ঘর দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২ এপ্রিল) দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন্নাহার রিটা ওই আদেশ দেন।
নজরুল ইসলাম জেলার গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একই উপজেলার গোপীনাথপুর এলাকার আমির আলী মন্ডলের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ও কোর্ট ইন্সপেক্টর রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কোর্ট ইন্সপেক্টর রফিকুল ইসলাম মামলা সূত্রে জানান, উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃন্দাবনপুরের আব্দুল খালেকের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে গত বছরের ৩০ নভেম্বর গুরুদাসপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় তিনি দাবি করেন, নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়ায় নদীর ধারে আশ্রয়ণ প্রকল্পে একটি বাড়ি দেওয়ার কথা বলে তার কাছ থেকে আড়াই লাখ টাকা নেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম। কিন্তু ঘর না পাওয়ায় টাকা ফেরত চাইলে ২৮ নভেম্বর তাকে টাকা দিতে অস্বীকার করেন আসামি। পরে ৩০ নভেম্বর তিনি মামলা দায়ের করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান ও গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, অভিযোগে দুইজনের নাম উল্লেখ থাকলেও তদন্ত শেষে একজনের নাম বাদ পরে। রবিবার শুনানিতে আসামি আদালতে উপস্থিত হলে তাকে কারাগারে পাঠান আদালত।
এক প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান জানান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরলে দ্রতই আসামির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এসজি