৭৫ গৃহহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
লালমনিরহাটের আদিতমারীতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ৭৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। ফলে নতুন করে এ উপজেলায় ৭৫টি গৃহহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই।
বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে উপকারভোগীদের মাঝে ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন তিনি।
এর আগে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর খোঁজখবর নেন। পরে আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মাঝে ঘরসহ জমি হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএম মমিন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিআর সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল, সাপ্টিবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব, সারপুকুর ইউপি চেয়ারম্যান একেএম হুমায়ন কবির, ভাদাই ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায় বিদুর উপস্থিত ছিলেন।
এসজি
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)