মৈত্রী ক্রিকেট ম্যাচে বিএসএফকে হারাল বিজিবি

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অনুষ্ঠিত হয়ে গেল বিজিবি-বিএসএফ মৈত্রী ক্রিকেট ম্যাচ। বুধবার নদীয়ার চাপড়া থানার ব্রহ্মনগর বিএসএফ ক্যাম্পের প্লে গ্রাউন্ডে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে ১২ রানে জয়ী হয় বিজিবি।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করে বিজিবি। কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল ইমারত হোসেনের নের্তৃত্বে ১২ ওভারে ৭ উইকেটে ১০৩ রান করে বিজিবি। পরবর্তীতে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৯১ রান করে বিএসএফ।
বুধবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় আম্পায়ার সিপাহী শাহিন ইসলাম ও মনিশ রায়ের টচের মাধ্যমে ম্যাচটি গড়ায় মাঠে। ১২ ওভারের খেলা হয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিজিবি দলের অধিনায়ক কর্নেল ইমারত হোসেন।
বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল ইমারত হোসেনের চার-ছক্কায় জমে উঠে খেলা। এক সময় আউট হয়ে যান কর্নেল ইমারত। এরপর হাল ধরেন বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে বিজিবি টিম করে ১০৩ রান।
এরপর বিএসএফের কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি সঞ্জয় কুমারের নের্তৃত্বে বিএসএফের জওয়ানরা ব্যাট করতে নামলে ১২ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৯১ রান করে তারা। এর ফলে ১২ রানে জিতে বিজিবি। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বিজিবির ল্যান্স নায়েক রিফাত।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন দুই বাহিনীর কমান্ডাররা। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ ধরনের খেলার আয়োজন বিজিবি-বিএসএফ তথা ভারত-বাংলাদেশের বন্ধুত্বপুর্ণ সর্ম্পককে আরো সুদৃঢ় করবে বলে জানান বিজিবি-বিএসএফের কমান্ডাররা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর আবু সাঈদ
মোহাম্মদ মেহেদি হাসান, অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ কাদের মিয়া, চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী বিজিবি এমএস, মুজিবনগর বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার শেখ শহিদুর রহমান, আনন্দবাস বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হক প্রমুখ।
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ছিলেন বিএসএফ’র ডিআইজি (কলকাতা) অমরেশ কুমার আরিয়া, ব্যাটালিয়ন কমানডেন্ট দেশরাজ সিং, সঞ্জয় প্রসাদ সিং, বি মধুসূদন রাও, সেকেন্ড ইন কমান্ড বিজয় কুমার, এ রাজেন্দ্রর সহ ডেপুটি ও এসিস্যান্ট কমান্ডারগন।
এসআইএইচ
