বসন্ত হাওয়ায় মেতেছে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা

ঋতু বদলের চরাচরে শিমুল-পলাশের রাঙা হাসি, বাতাসে ফিসফাস, কাজী নজরুল ইসলাম যে বলে গেছেন, 'বসন্ত মুখর আজি দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে বনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি'।
ফাল্গুনের প্রথম দিন মঙ্গলবার। এদিনই আবার ভ্যালেন্টাইস ডে, যাকে বাঙালি বলে ‘ভালোবাসা দিবস’। বাসন্ত সাজে নওগাঁ সরকারি কলেজ চত্বরে প্রাণের উচ্ছ্বাসে মেতেছে শিক্ষার্থীরা।
কেউ বন্ধু-বান্ধবীর সঙ্গে, কেউবা প্রিয় মানুষটির সঙ্গে উৎসবে মেতে উঠেছেন। সবাই একে অপরের সঙ্গে বিনিময় করছেন বসন্তের শুভেচ্ছা। সেই সঙ্গে সেলফি তো আছেই।
এর আগে সকাল থেকেই হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ফুলের মালা পরে কলেজে আসতে শুরু করে শিক্ষক ও শিকক্ষার্থীরা। সব মিলিয়ে কলেজ চত্বরে বসন্ত বরণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
এছাড়াও বেলা ১১টার দিকে বাংলা বিভাগের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শেষে দুপুরে কলেজ হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান।
অনুষ্ঠানে একে একে পরিবেশন করা হয়-গান, আবৃত্তি ও নৃত্য। এসময় শিক্ষার্থীরা বসন্তকে বরণ করতে গানের সাথে উচ্ছ্বাসে মেতেছে উঠে।
এএজেড
