মেম্বারের স্বামীকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত ২(৪,৫,৬ নং ওয়ার্ড) নম্বর ওয়ার্ডের মেম্বার আরজিনা বেগমের স্বামী আবুল কালামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকালে স্থানীয় গোসাই সাধুর আখড়া এলাকার একটি পুকুর থেকে রক্তাক্ত ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের সৎ ছেলে আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত কালাম(৪৭) ওই এলাকায় বোমা কালাম ও ডাকাত কালাম নামেও পরিচিত বলে জানা গেছে।
আরও জানা গেছে, নিহত আবুল কালাম একই ইউনিয়নের রহিমপুর গ্রামের ইনছার আলীর ছেলে। দ্বিতীয় বিয়ে করার পর থেকে তিনি বড়বাদকয়া গ্রামে বসবাস করতেন।
স্থানীয়দের দাবি,কালামের নির্যাতনে প্রথম স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। এরপর আল আমিনের মাকে প্রায় ১০ বছর আগে বিয়ে করে বড়বাদকয়ায় বসবাস করতেন। প্রায়ই তিনি মেম্বার স্ত্রী আরজিনাকেও নির্যাতন করতেন। এ নিয়ে আল আমিনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। শুক্রবারও ওই পরিবারে চিৎকার-চেঁচামেচি শুনেন স্থানীয়রা। এরপর শনিবার সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে আবুল কালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবার থেকে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরপর সন্দেহজনকভাবে আল-আমিনকে আটক করে পুলিশ। তার জবানবন্দিতে শনিবার ভোর সাড়ে ৬টার দিকে কালামের বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে বিলমাড়িয়া ইউনিয়নের সাধুর আখড়া এলাকার পাশের এক পুকুর থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মামলা হলে আল আমিনকে গ্রেপ্তার দেখানো হয়।
এক প্রশ্নের জবাবে ওসি আরও জানান,নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড।
এসআইএইচ