সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

সরকারের ৩ মেয়াদে নওগাঁয় ৩৭ প্রকল্প বাস্তবায়ন

নওগাঁ জেলায় বর্তমান সরকারের সময়ে বিগত কয়েক বছরে কেবলমাত্র স্থানীয় সরকার বিভাগ ১ হাজার ৩শ ১০ কোটি ১ লক্ষ ৮২ হাজার টাকা ব্যয় করে ৩৭ টি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক নির্মান ও উন্নয়ন, হাট বাজার উন্নয়ন, ব্রীজ কার্লভাট নির্মান ও সংস্কার, মুক্তিযোদ্ধাদের আবাস নির্মান ইত্যাদি।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো.তোফায়েল আহম্মেদ জানিয়েছেন, এসব প্রকল্পের মধ্যে ২১টি প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে এবং ১৬টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। চলমান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

সূত্র জানিয়েছে শতভাগ সম্পন্ন হওয়া প্রকল্প সমূহ হচ্ছে ৮ কোটি ৮৫ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যায়ে অধিকার ভিত্তিক গ্রামীণ সড়ক ও হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প। ২০০৯ সালে শুরু হয়ে প্রকল্পটি শেষে হয়েছে ২০১৪ সলে।

২০০৮সালে শুরু হয়ে ২০১৬ সালে শেষ হয়েছে পল্লী অবকাঠামো উন্নয়ন (জন গুরুত্বপূর্ন গ্রামীন যোগাযোগ এবং হাট বাজার উন্নয়ন ও পূনর্বাসন) প্রকল্প দ্বিতীয় খণ্ড। মোট প্রকল্পে বরাদ্দকৃত অর্থের পরিমান ২৫ কোটি ৬৯ লক্ষ ৭৬ হাজার টাকা। উপজেলা, ইউনিয়ন সড়ক, সেতু, কার্লভাট নির্মান, পূননির্মান প্রকল্প বাস্তবায়নে মোট বরাদ্দকৃত অর্থের পরিমান ৩৮ কোটি ১২ লক্ষ ৪৮ হাজার টাকা। ২০০৯ সালে প্রকল্পটি শুরু হয় এবং শেষ হয়েছে ২০১৬ সালে।

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অনগ্রসর উপজেলা সমূহের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৫৮ কোটি ৫০ লক্ষ ৯৫ হাজার টাকা। ২০০৯ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে শেষ হয়েছে ২০১৭ সালে।

২০১০ সালে শুরু হয়ে বৃহত্তর রাজশাহী বিভাগ সমন্বিত পল্লী উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে ২০১৪ সালে। এই প্রকল্পে মোট অর্থের বরাদ্দ ছিল ৬ কোটি ২৫ লক্ষ ৮৯ হাজার টাকা। ২০১০ সালে হাতে নেয়া হয় অগ্রাধিকার ভিত্তিক গুরুত্বপূর্ন পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে ২০১৬ সালে। এসব প্রকল্পে মোট বরাদ্দ দেয়া হয় ১০২ কোটি ৭৩ লক্ষ ৩৮ হাজার টাকা।

ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম নির্মান প্রকল্প হতে নেয়া হয় ২০১০ সালে। এই প্রকল্পটি সম্পন্ন হয়েছে ২০১৭ সালে। এই প্রকল্পে সরকারী বরাদ্দের পরিমাণ ছিল ১২ কোটি ৭৫ লাখ ৬১ হাজার টাকা।

দ্বিতীয় খন্ডে ইউপি কমপ্লেক্স ভবন নির্মান প্রকল্পের কাজ শুরু হয় ২০১০ সালে। এই প্রকল্পে সরকারী বরাদ্দের পরিমাণ ছিল ১২ কোটি ৯৯ লক্ষ ৩৯ হাজার টাকা। প্রকল্প সমূহ সম্পন্ন হয়েছে ২০২০ সালে।

২০১০ সালে শুরু হয় চাঁপাই নবাবগঞ্জ-নওগাঁ ভায়া বটতলী জিসি-গাবতলী জিসি সড়ক উন্নয়ন প্রকল্প। এটি শেষ হয়েছে ২০১৩ সালে। এই প্রকল্পে মোট বরাদ্দ দেয়া হয় ১৫ কোটি ১৬ লক্ষ ৫৫ হাজার টাকা।

বৃহত্তর বগুড়া, রাজশাহী ও পাবনা জেলা উন্নয়ন প্রকল্পে নওগাঁ অংশে ইউনিয়ন সড়ক ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন কার্যক্রম শুরু হয় ২০০৮ সালে। এ প্রকল্পে মোট বরাদ্দ দেয়া হয় ২৩ কোটি ৭ লক্ষ ২৭ হাজার টাকা।

উপজেলা ও রিজিওনাল সার্ভার ষ্টেশন নির্মান প্রকল্প শুরু হয় ২০১০ সালে। প্রকল্পের কাজ শতভাগ শেষ হয় ২০১১ সালে। এ প্রকল্পে মোট সরকারী বরাদ্দ দেয়া হয়েছে ২ কোটি ২ লক্ষ ২০ হাজার টাকা।

এলজিইডি ১৬ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্প বাস্তবায়ন করেছে । এ প্রকল্পের কাজ শুরু হয় ২০১২ সালে এবং তা সম্পন্ন হয়েছে ২০১৭ সালে। এই বিভাগের মাধ্যমে ভুমিহীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মান প্রকল্প শুরু হয় ২০১৩ সালে এবং তা একশভাগ শেষ হয়েছে ২০১৭ সালে। এ প্রকল্পে মোট বরাদ্দ দেয়া হয় ৪ কোটি ২৩ লক্ষ ৫৭ হাজার টাকা।

এ জেলায় উপজেলা সমূহে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান কাজ শুরু হয় ২০১৪ সালে। প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হয় ২০২১ সালে । এ প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে ২৪ কোটি ৫ লক্ষ ৮৫ হাজার টাকা।

২০১৮ সাল হাতে নেয়া হয় মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনা সমূহ সংরক্ষন ও পুনঃনির্মান কাজ। ১ কোটি ৪৭ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যয়ে প্রকল্প সমূহ সম্পন্ হয়েছে ২০২১ সালে।

সাসটেইনেবল রুরাল ইনফ্রাষ্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রকল্প হাতে নেয়া হয় ২০১৩ সালে। প্রকল্পটির শতভাগ কাজ শেষ হয়েছে ২০১৭ সালে এবং এ প্রকল্পে মোট বরাদ্দ ছিল ১১১ কোটি ৫ লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে মোট বরাদ্দ ছিল ৮ কোটি ৫৮ লক্ষ ৮৫ হাজার টাকা। এসব প্রকল্প ২০১২ সালে শুরু হয়ে শতভাগ সম্পন্ন হয়েছে ২০১৬ সালে।

অগ্রাধিকার ভিত্তিক গুরুত্বপূর্ন পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ শুরু হয় ২০১৫ সালে। এ প্রকল্পে মোট সরকারী বরাদ্দ ছিল ১২৬ কোটি ৪ লক্ষ ১৩ হাজার টাকা। প্রকল্প সমূহের শতভাগ কাজ শেষ হয়েছে ২০২১ সালে।

নওগাঁ জেলার পত্নীতলা ও ধামইরহাট উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন শীর্ষক প্রকল্প শুরু হয় ২০১৬ সালে। এটি শেষ হয়েছে ২০১৯ সালে। এ প্রকল্পের আওতায় সরকারী বরাদ্দ দেয়া হয় ২২ কোটি ১৫ লক্ষ ১৬ হাজার টাকা।

জেলার উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মান কাজ শুরু হয় ২০১০ সালে। ২০২১ সালে সম্পন্ন হয় এ প্রকল্প। এসব কাজে মোট বরাদ্দ ছিল ১৭ কোটি ৬২ লক্ষ টাকা।

সরকার ২০১৭ সালে হাতে নেয় সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন কাজ। এসব উন্নয়ন কাজে মোট বরাদ্দ ছিল ১২ কোটি ৯৭ লক্ষ ২০ হাজার টাকা। এসব প্রকল্পের শতভাগ কাজ শেষ হয়েছে ২০২১ সালে।

অপরদিকে এলজিইডি কর্ত্তৃক গৃহিত মোট ১৬টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পসমূহ হচ্ছে বৃহত্তর রাজশাহী জেলার গ্রামীন অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের কাজ। এসব কাজের জন্য সরকারী ব্যয় ধরা হয়েছে ১৯৬ কোটি ৫৭ লক্ষ ৬৯ হজার টাকা। এই প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১৫ সালে। কাজের অগ্রগতি ৯৮ শতাংশ।

অগ্রাধিকার ভিত্তিক গুরুত্বপূর্ন পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর কাজ শুরু হয়েছে ২০২১ সালে। এই প্রকল্পে মোট বরাদ্দ ধরা হয়েছে ৭৬ কোটি ২০ লক্ষ ১২ হাজার টাকা।কাজের অগ্রগতি ৪৪ শাতাংশ।

পল্লী সড়কে গুরুত্বপূর্ন সেতু নির্মান প্রকল্প শুরু হয়েছে ২০১৭ সালে। এ প্রকল্পে মোট বরাদ্দ ধরা হয়েছে ১৪২ কোটি ৯৫ লক্ষ ৭৩ হাজার টাকা। প্রকল্পের কাজের অগ্রগতি ৫১ ভাগ।

দেশব্যাপী গ্রামীন বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁ জেলায় কাজ শুরু হয়েছে ২০১৭ সালে। এসব কাজের জন্য সরকারী বরাদ্দ ধরা হয়েছে ১৬ কোটি ৭৫ লক্ষ ৫১ হাজার টাকা। এসব কাজের অগ্রগতি ৪৬ শতাংশ।

রাজশাহী বিভাগ ( সিরাজগঞ্জ জেলা) ব্যতিত) পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১৭ সালে। নওগাঁ অংশে মোট বরাদ্দ ধরা হয়েছে ৩৫৫ কোটি ৬৮ লক্ষ ৮ হাজার টাকা। কাজের অগ্রগতি ৪০ ভাগ।

বন্যা ও দূর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্প হাতে নেয়া হয়েছে ২০১৮ সালে। এ প্রকল্পে মোট বরাদ্দা নির্ধারন করা হয়েছে ২০ কোটি ১১ লক্ষ ৯০ হাজার টাকা। একাজের অগ্রগতি ৯১ শতাংশ।

গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১৮ সালে। এ প্রকল্পে মোট বরাদ্দের পরিমান ৩৬ কোটি ৮২ লক্ষ ২৪ হাজার টাকা। এ প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে ৮৯ ভাগ।

উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্ধ ১০০ মিটার সেতু নির্মান প্রকল্প শুরু হয় ২০১৯ সালে এবং এ প্রকল্পে মোট বরাদ্দ দেয়া হয় ১৫ কোটি ৮৫ লক্ষ ৬০ হাজার টাকা। কাজের অগ্রগতি ২০ ভাগ।

ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্থ পল্লী অবকাঠামো পুনর্বাসন প্রকল্পে মোট বরাদ্দ ধরা হয়েছে ১৯ কোটি ২৭ লক্ষ ৪৩ হাজার টাকা। এ পর্যন্ত কাজের অগ্রগতি ২০ ভাগ।

রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শুরু হয়েছে ২০১৮ সালে। এ প্রকল্পে মোট বরাদ্দ ধরা হয়েছে ৮৩ কোটি ৬৭ লক্ষ ৩৪ হাজার টাকা। এ পর্যন্ত কাজের অগ্রগতি ৭০ শতাংশ।

২০১৮ সালে শুরু হয়েছে প্রোগ্রাম ফর সাপোটিং রুরাল ব্রিজেস। এ ক্ষেত্রে মোট বরাদ্দ ধরা হয়েছে ১৭ কোটি ৫২ লক্ষ ৪১ হাজার টাকা। কাজের অগ্রগতি ৩০ ভাগ।

২০১৮ সালে শুরু হয়েছে উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাষ্টার প্ল্যান প্রনয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৫৯ লক্ষ ৮৮ হাজার টাকা।

টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১৭ সাল। এ কাজে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি টাকা। এ প্রকল্পে কাজের অগ্রগতি ৯০ শতাংশ।

সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মান প্রকল্প হাতে নেয়া হয় ২০১৬ সালে। এই প্রকল্পে জেলায় মোট বরাদ্দ ধরা হয়েছে ১৪ কোটি ৮০ লক্ষ ৯২হাজার টাকা। এ কাজের বর্তমান অগ্রগতি ৯২ শতাংশ।

উপজেলা কমপ্লেক্স ভবন ভবন সম্প্রসারন প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১২ সালে। এ জেলায় সংশ্লিষ্ঠ কাজে মোট বরাদ্দ দেয়া হয়েছে ৪৯ কোটি ৮১ লক্ষ ৭১ হাজার টাকা। এ পর্যন্ত কাজের অগ্রগতি ৯৮ ভাগ।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১৭ সালে যা চলমান রয়েছে। এ প্রকল্পে মোট বরাদ্দ দেয়া হয়েছে ২৪৯ কোটি ৩৫ লক্ষ ২৬ হাজার টাকা। এখন পর্যন্ত ৯২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বর্তমান সরকারের উন্নয়ন কাজের ধারাবাহিকতায় এসব কাজ সম্পন্ন হওয়ার ফলে এ জেলার শিক্ষা, যোগাযোগসহ ব্যাপক সামাজিক উন্নয়ন সাধিত হয়েছে যার ফলে সর্বস্তরের মানুষ এর সুফল পেতে শুরু করেছেন।
এএজেড

Header Ad
Header Ad

বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো সিনেমা বা গ্ল্যামার নিয়ে নয়, বরং ব্যক্তিগত জীবনের একটি রহস্যজনক ইঙ্গিত নিয়েই সরব নেটিজেনরা। ৪৯ বছর বয়সেও তার স্টাইল ও সৌন্দর্যে মোহিত ভক্তরা, কিন্তু সম্প্রতি দুবাইতে ছুটি কাটাতে গিয়ে পোস্ট করা একটি ছবিতে তাকে ঘিরে শুরু হয়েছে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।

সবুজ মনোকিনিতে একটি ম্যাঙ্গো আইসক্রিম হাতে, খোলা চুল, চোখে সানগ্লাস আর মাথায় স্টাইলিশ টুপি পরে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন আমিশা। সাধারণত এমন ছবিতে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। তবে এবার নজর কাড়ে তার পেট। নেটিজেনদের একাংশ মনে করছেন, ছবিতে ‘বেবি বাম্প’ স্পষ্ট। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে— “তিনি কি অন্তঃসত্ত্বা?” কেউ লিখেছেন, “বিয়ের আগেই বেবি?” আবার কেউ লিখেছেন, “হে ভগবান, এটা কি সত্যি?”

 

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

এ নিয়ে এখনও মুখ খোলেননি আমিশা। তবে এর আগে ১৯ বছরের ছোট নির্বাণ বিড়লার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। একটি ছবি ঘিরে তখনো নেটদুনিয়ায় বেশ আলোচনা হয়েছিল, যেখানে নির্বাণকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করেন আমিশা, আর নির্বাণও তেমনি প্রতিক্রিয়া দিয়েছিলেন।

বর্তমানে আমিশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এটি নিছক গুজব, আলো ছড়ানো একটি ছবি, না কি সত্যিই জীবনের নতুন অধ্যায়—তা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকতে অভিনেত্রী ভালোই জানেন কীভাবে দর্শকদের কৌতূহলী করে তুলতে হয়।

Header Ad
Header Ad

পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রদল কর্মী পারভেজের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন। কাঁদছে স্বজন ও গ্রামের মানুষ।

তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক সবাই। ভিডিও ফুটেজ দেখে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসির। রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পারভেজের লাশ।

সন্তান হারানো শোকে আজোড়ে কাঁদছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন মা পারভীন আক্তার। বাবা জসিম উদ্দিন যেন শোকে পাথর। এলাকার প্রিয়মুখ পারভেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে গ্রামের মানুষ।

মৃত্যুর আগের রাতে মায়ের সাথে শেষ কথা হয় পারভেজের। শেষবারের মতো ভিডিও কলে দেখেন ছেলের মুখ।

ছেলের মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা জসিম উদ্দিন বাড়ি এসেছেন রোববার ভোরে। একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সন্তান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন সাবেক ছাত্রদল নেতা বাবা জসিম উদ্দিন।

মা পারভীন আক্তার বলেন, 'যারা আমার ছেলেরে মারছে তাদের আমার সামনে আনো। আমি জিগাইতাম কেরে আমার ছেলের মারছে।'

বাবা জসিম উদ্দিন বলেন, 'আমার আর বাইচ্চা থাইক্যা কি অইবো। আমার ছেলেই তো নাই। হাত-পা ভাইঙ্গা রাখতো, সারাজীবন পালতাম, খালি বাবা ডাকটা শুনতাম। যারা আমার ছেলে মারছে তাদের প্রকাশ্যে ফাঁসি চাই।'

বাবা বিদেশে থাকায় নিজের গ্রামের বাড়িতে নতুন একতলা বাড়ি নির্মাণ করেছিলেন পারভেজ। কিন্তু সে বাড়িতে আর থাকা হলো না তার। ফিরেছে লাশ হয়ে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ আসে গ্রামের বাড়ি ভালুকার বিরুনীয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে। লাশ আসার পর সৃষ্টি হয় হৃদয় বিধারক পরিবেশ। পাগল প্রায় মা-বাবা-বোনের আহাজারিতে কান্নার রোল পড়ে।

পারভেজের মৃত্যুর খবরে ভালুকার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে ভিড় করেছেন এলাকার মানুষ। এলাকায় স্বজন, ও ভালো ছেলে হিসেবে পরিচিত পারভেজ ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত বলে জানান স্বজন ও এলাকার মানুষেরা। তাদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ভিডিও ফুটেজে চিহ্নিত পারভেজের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি জানান স্থানীয়রা।

পারভেজের পিতার ঘনিষ্ঠ বন্ধু ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, পারভেজের বাবা বিরুনীয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা। তাদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। পারভেজ এলাকায় আসলে বিএনপি ও ছাত্রদলের কর্মসূচি ও মিছিলে সবসময় অগ্রভাগে থাকতো।

এদিকে ছাত্রদল কর্মী পারভেজ হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রোববার বিকেলে ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও স্থানীয়রা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল পারভেজ। এ ঘটনায় আটজনের নামসহ অজ্ঞাত আসামি করে বনানি থানায় মামলা করেছে নিহতের মামাতো ভাই হুমায়ুন।

Header Ad
Header Ad

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল। ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্তির ধারা আরও এক ধাপ এগিয়ে গেল। ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা ১৯ বছর বয়সী মাঝমাঠের খেলোয়াড় কিউবা মিচেল বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কিউবাকে গতকাল একটি ই-মেইল পাঠানো হয়েছিল। আজ বিকেলে সেই ই-মেইলের জবাবে তিনি জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলতে তিনি আগ্রহী এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রস্তুত আছেন।

জন্মসূত্রে ইংল্যান্ডের হলেও কিউবার মা বাংলাদেশের এবং বাবা জ্যামাইকান। ইতোমধ্যে সান্ডারল্যান্ডের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন তিনি। তার ফুটবল যাত্রা শুরু হয়েছিল বার্মিংহাম সিটির যুব দলে।

এর আগে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরির ফুটবলার সামিত সোমও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তার জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে এবং পাসপোর্টের আবেদন প্রক্রিয়াধীন।

ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডার জামাল ভূঁইয়ার পথ ধরে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ দলে খেলার এই ধারা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হামজা চৌধুরীর অভিষেকের পর থেকেই বিষয়টি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও বেড়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া
পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
২০২৫ শেষ হওয়ার আগেই ৫০ সেঞ্চুরিতে দেশের প্রথম এনামুল হক
ভিসা বাতিল করায় ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি
এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত
ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নেই: আসিফ নজরুল
ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
আল-আকসা ভেঙে মন্দির স্থাপনের পরিকল্পনা ফাঁস, ফিলিস্তিনের সতর্কবার্তা
শেখ হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা
আইপিএলে অভিষেক ম্যাচেই তিন রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী