বস্তায় লেখা মাছ, ভেতরে মিলল কচ্ছপ
বাসের লাগেজ বক্সে বস্তার ওপরে লেখা মাছ। কিন্তু বস্তাটির মুখ খুলতেই ভেতরে মিলল ২৩ কেজি ওজনের বিরল প্রজাতির চিত্রা কচ্ছপ। কচ্ছপটি চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকা সাভারের উদ্যেশ্যে বুক দেন জুলমত নামের এক ব্যক্তি।
প্রাপক ছিলেন সাভারের তরুণ। কচ্ছপটির বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। বৃহস্পতিবার বিকালে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে কচ্ছপটি হস্তান্তর করেন নাটোর গোয়েন্দা, পুলিশ।
নাটোর গোয়েন্দা,পুলিশের ওসি আবু সাদাত জানান,বুধবার রাত ১১ টার দিকে গোপন সংবাদে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় বাসে তল্লাসী চালায় নাটোর ডিবি পুলিশ।
এসময় ওই কচ্ছপটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকালে কচ্ছপটি রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান,আমাদের দেশে ওই কচ্ছপ বিপন্ন প্রাণীভুক্ত। সাধারণত গঙ্গা নদীসহ কিছু নদী আর ভাসমান উদ্ভিদযুক্ত এলাকায় ওই কচ্ছপের বাস।
ওই কচ্ছপ ৪০০ বছর পর্যন্ত বাঁচতে পারে। ওই কচ্ছপকে ইংরেজিতে Narrow headed softshell turtle বলা হয়। ওই প্রজাতীর কচ্ছপ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী।
এএজেড