বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে গেল ছেলে
স্বামী মারা যাওয়ার পর তিন ছেলেকে লিখে দিয়েছেন সমস্ত জমি। দুই মেয়েকেও বিয়ে দিয়েছেন। পারিবারিক সিদ্ধান্তে ওই তিন ছেলে প্রত্যেকেই এক মাস করে খাওয়াবে মাকে। ছোট ছেলের কাছে এক মাস রাখার পর তাকে নিয়ে যায়নি বড় ছেলে। দুই দিন পার হওয়ার পর বিরক্ত হয়ে রাতের আঁধারে ওই বৃদ্ধ মাকে রেখে যায় অন্ধকার রাস্তায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধিরা ছুটে যান। তারা আপাতত সমাধান করলেও হয়নি স্থায়ী সমাধান। ওই মা এখন সকলের কাছেই বোঝা হয়েছেন।
ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম তারাবানু। তিনি নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নূরুল ইসলাম বাবু জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাস্তায় মাকে ফেলে যায় ছোট ছেলে আজাদ। বিষয়টি জানতে পেরে তিনি মধ্যরাত অবধি বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। কিন্তু বড় ছেলে মানিক, মেঝ ছেলে হানিফ বা ছোট ছেলে আজাদ কেউই ওই বৃদ্ধকে খাওয়াতে রাজি হয়নি। পরে বড় ছেলের ঘরের নাতির কাছে ১৫ দিন খাওয়ানোর আহ্বান করে গভীর রাতে বাসায় ফেরানো হয় তাকে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্বামী মারা যাওয়ার পর থাকা দুই বিঘা সম্পত্তি ওই তিন ছেলেদের রেজিস্ট্রি করে দিয়েছেন ওই বৃদ্ধা। এখন ওই বৃদ্ধাই সকলের কাছে যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে।
এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান তোফাজ্জ্বল হোসেন জানান, বৃহস্পতিবার তিনি ঘটনাস্থলে গিয়েও কোনও সমাধান করতে পারেননি।
তিনি দাবি করেন, পুরো ইউনিয়নের মধ্যে ওই তিন ভাইয়ের আচরণ সবচেয়ে রুক্ষ। ওই বৃদ্ধার সুষ্ঠু একটি ব্যবস্থার জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন তিনি।
এ ব্যাপারে সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে ওই ছেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআইএইচ