যমুনায় মা ইলিশ ধরায় ২২ জেলের কারাদণ্ড
সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরায় ২২ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ৷ এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয় ৷ জব্দ করা মাছ বৈন্যা কোদালিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয় এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন।
দণ্ডিত জেলেরা হলেন-উপজেলার শেখ চাদপাড়া গ্রামের মো. আমিরুল ইসলাম(৪২), মো.আওয়াল(৪৫), মো.বেলায়েত(৪৫), মো.ইউনুস আলী(২৬), মো.কাইয়ুম(২২), মো.সুরুজ(২৩), চালুহারা গ্রামের মো.সোহেল রানা (২৭), মো.রহুল আমিন(৩২), মো.সানোয়ার(৩৫), মো.লুৎফর রহমান (৩৫), মুরাদপুর গ্রামের মো.ইউছুব আলী(২৫), মো.সোহেল রানা (৩০), মো.রানা (৩০), মো.সিরাজুল (৪৫), ফুলহারা গ্রামের মো.বানিছ (৪৩), বারুবাড়িয়া গ্রামের সাখাওয়াত হোসেন (৩৫), খাষপুখুরিয়া গ্রামের শাহ আলম (৪০), মিরছিগাতি গ্রামের বেল্লাল(২৩), মো.ফারুক সরকার(২৩), মো.সাইফুল সরকার(৫৫), রুবেল সরকার (২৬), মো. মোশাররফ
হোসেন (২০)।
অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, নৌ পুলিশের ইনচার্জ (ওসি) মো.ফারুক আহম্মেদ, চৌহালী থানা পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা।
এসআইএইচ