ধর্ষণ মামলায় বরগুনা থেকে গ্রেপ্তার পুঠিয়ার পৌর মেয়র
রাজশাহীর পুঠিয়ার পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুনকে ধর্ষণ মামলায় প্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা জেলা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইখতেখায়ের আলম জানান, পুঠিয়া থানায় ধর্ষণ মামলার পরপরই মেয়র পালাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেল পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজশাহীতে নিয়ে আনা হচ্ছে।
গত রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে থানায় ধর্ষণের একটি অভিযোগ দেন ভুক্তভোগী নারী। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগীকে পুঠিয়া থানা পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছেন। ভুক্তভোগী ওই নারী (২৪) পুঠিয়া সদর এলাকার একজন কাঠ ব্যবসায়ীর মেয়ে। মেয়র আল মামন গন্ডগোহালী গ্রামের আলী হোসেনের ছেলে।
ভুক্তভোগি ওই নারীর ভাষ্যনুযায়ী, গত এক বছর আগে পৌরসভায় একটি চাকুরির জন্য মেয়রের কাছে গিয়েছিলেন তিনি। এরপর মেয়র বিভিন্ন প্রলোভনে নিয়মিত ধর্ষণ করে। এক পর্যায়ে তার এই অনৈতিক কাজে রাজী না হওয়ায় তিনি বিয়ের প্রলোভন দেন। সম্প্রতি মেয়র চাকুরি বা বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। বিষয়টি প্রতিবাদ করায় মেয়রের সন্ত্রাসী বাহিনীর লোকজন তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ কারণে তিনি থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এছাড়া গত বছরের শুরুতে দুর্গাপুরের বাসিন্দা এক হাসপাতালের সেবিকা মেয়র মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন। অভিযুক্তের পরিবারের দাবি, সেই মামলা নিষ্পত্তি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন।
এএজেড