রাজশাহীতে সাংবাদিক হামলার ঘটনায় মামলা
রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশীদকে প্রধান আসামী করে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন হামলার শিকার এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। এদিকে, দুই জনকে সাময়িক বরখাস্ত করে বিএমডিএ কর্তৃপক্ষ।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সাত কর্মকর্তা-কর্মচারীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে রাজপাড়া থানায় মামলা করা হয়। মামলার প্রধান আসামি বিএমডিএর নির্বাহী পরিচালক (ইডি) আবদুর রশীদ। মামলায় অন্য আসামিরা হলেন-ভান্ডার রক্ষক (সাময়িক বরখাস্ত) মো. জীবন, অফিসের পিয়ন মো. সেলিম, ইডির ব্যক্তিগত সহকারী নুরুল ইসলাম, আনসার সদস্য মো. এনামুল এবং গাড়িচালক আবদুস সবুর (সাময়িক বরখাস্ত)।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার উদ্দেশ্যে মারধর, ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেছেন বুলবুল হাবিব। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।
সোমবার (৫ সেপ্টেম্বর) পোনে ৩ টার দিকে সাংবাদিকদের দাবির মুখে এই সিদ্ধান্ত নেয়া হয়। বিএমডিএ সচিব শরিফ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত বিষয়ে জানানো হয়। এছাড়া এই ঘটনায় জড়িত অন্যান্যদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিএমডিএ পরিচালক বেগম আখতার জাহান।
উল্লেখ্য, 'রাজশাহীতে সরকারি নির্দেশনা মোতাবেক সকাল আটটায় অফিস শুরু হবার কথা থাকলেও বেশকিছু দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসছেন না' এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব এবং ক্যামেরা পার্সন রুবেল ইসলামের উপর সন্ত্রাসী হামলা চালায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর কর্মচারীরা।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল পোনে ৯ টার দিকে বি এম ডি এর নির্বাহী পরিচালকের নির্দেশে সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা অতর্কিত হামলা চালানো হয়। আহত দুই সাংবাদিককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ক্যামেরা পার্সন রুবেল ইসলামের কানের পর্দা ফেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে সে হাসপাতালের ৩৩ নং ওয়ার্ডের ৩০৮ নং রুমে ভর্তি আছেন।
এএজেড