শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

এক পুকুরে ডুব দিয়ে আরেক পুকুরে ওঠেন দয়াল বাবা!

'এক পুকুরে ডুব ভেঙ্গে আরেক পুকুরে উঠেন দয়াল বাবা। বৃদ্ধকে যুবক, যুবককে বৃদ্ধ,কালোকে ফর্সাও করে দেন তিনি। কায়িক পরিশ্রম ছাড়াই শুধু মাত্র ধ্যানের মাধ্যমে কোটিপতিও করে দেন ওই ছদ্মবেশী পীর'-এসব কথার কোন প্রমাণ পায়নি পুলিশ। এমন অবস্থায় সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই কথাগুলোকে নিছক গুজব দাবী পুলিশের। পাশাপাশি ওই বিষয়গুলেকে অস্বীকার করেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের কথিত ওই দয়াল বাবা।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যাক্তি সামান্য কবিরাজি চিকিৎসা করতেন মাত্র। ওই চিকিৎসাও বন্ধ করা হয়েছে। কথিত ওই দয়াল বাবার নাম শামীম। তিনি ওই গ্রামের আবু শামার ছেলে। সম্প্রতি কথিত ওই দয়াল বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা ছড়িয়ে পড়ে। ওই দয়াল বাবা উত্তরদিক কেবলা করে এক সেজদায় নামায পড়াসহ অনেক নারীর সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে এমন কথা। এছাড়া নিজ বাড়িতে গড়ে ওঠা আস্তানা নিয়ে ওঠে নানা প্রশ্ন আর সমালোচনা। তিনি গ্রামের সহজ সরল মানুষকে ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল করে প্রতিদিন প্রচুর টাকা পঁয়সা লুটে নিচ্ছেন এমন দাবীও ওঠে।

সরেজমিনে জানা যায়, বিয়াঘাট ইউনিয়ন পরিষদ ভবনের অদূরে একটি কবর রয়েছে যাকে অনেকেই মাজার বলে মনে করে। ওই কবরের পাশেই বাড়ি আবু শামার ছেলে শামীমের। স্থানীয়রা জানান, অনেক দিন থেকেই ওই ব্যাক্তি কবিরাজী চিকিৎসার পাশাপাশি ঝাড়-ফুক দেন।

এ ব্যাপারে স্থানীয় গ্রাম পুলিশ আলাল উদ্দিন জানান,৭-৮ বছর থেকে ওই ব্যাক্তি কবিরাজী চিকিৎসা করেন। এর বাইরে ঝাড়-ফুক দেয়া ছাড়া আর কিছু করেন বলে তাদের,জানা নেই। প্রতি বৃহস্পতিবার এশার নামাযের পর থেকে তিনি ওই কবিরাজী চিকিৎসা,করেন। ওই চিকিৎসা নিতে আশেপাশের বিভিন্ন এলাকা ছাড়াও রাজশাহী, বগুড়া থেকেও মানুষ আসে। রোগী আসলে ওই কবিরাজ উত্তরদিক হয়ে বসেন। আর দক্ষিণ দিক হয়ে ঝাড়-ফুক দেন। এছাড়া বছরে একবার মহরম মাসের ১০ তারিখে তার বাড়িতে ২ দিনব্যাপী ওরস হয়। ওই সময় ভক্ত বা রেগমুক্ত হওয়া ব্যাক্তিরা খাসি, মুরগি, চাল ইত্যাদি দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে শামীম জানান, চলনবিলের তিশিখালী মাজারের ঘাসি দেওয়ান পীরের মাজারে ওই পীর ছাড়াও রয়েছে তার, শীষ্য তজু পীরের কবর। ওই তজু পীরের শিষ্য বা, মুরিদ হন তার, দাদা চান্দু সরদার। তার দাদার সাথে বাবা আবু শামাও মুরিদ হন। দাদার, মৃত্যুর পর বাড়ির সামনেই তাকে কবর দেয়া হয়েছে। ওই কবরকে তারা মাজার হিসাবে মানেন।

তিনি আরো দাবী করেন, প্রায় ৮ বছর আগে তিনি মানিকগঞ্জের বায়েশা পাগল বিন্দু শক্তির আস্তানায় গিয়ে মুরিদ হন। এরপর ওই গুরুর শেখানো পথে অসুস্থ্য মানুষদের চিকিৎসা দেন৷ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি যখন নামায পড়েন তখন পশ্চিম দিক হয়েই পড়েন৷ তবে চিকিৎসা শুরু করার আগে গুরুর নির্দেশমতো উত্তরদিক হয়ে আসন করে(বসে) গুরুকে স্মরণ করে মাটিতে একবার কপাল ঠেকিয়ে গুরুভক্তি করেন। এছাড়া,দক্ষিণ দিক হয়ে ঝাড়-ফুক দেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, একপুকুরে ডুব ভেঙ্গে আরেক পুকুরে উঠা বা বৃদ্ধকে যুবক, যুবককে বৃদ্ধ করা, কিংবা কালোকে ফর্সা করে দেয়া অথবা কায়িক পরিশ্রম ছাড়াই শুধু মাত্র ধ্যানের মাধ্যমে কোটিপতি করে দেওয়ার কোন ক্ষমতা তার নেই। তিনি এমন কথা কাউকে বলেননি। তবে অনেকে উপকার পাওয়ার পর তার ছবি নিয়ে বাড়িতে ভক্তি করে এমন জেনেছেন। ওই কাজ করতেও তিনি কাউকে বলেননি।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান,তার চিকিৎসার জন্য কোন ফি তিনি নেননা। তবে অনেকে খুশি হয়ে টাকস দেন।তার চিকিৎসা নিতে হলে প্রত্যেককে আগরবাতি,মোমবাতি আর গোলাপজল নিয়ে আসতে হয়। আর রোগ সেরে গেলে তার বাড়িতে এসে সিন্নি বিলাতে হয়। ব্যাক্তি জীবনে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মেয়ে সামিয়া আর বেবী শ্রেণীতে পড়ুয়া মেয়ে জামিলার বাবা তিনি-দাবী করে জানান,নিজ বাড়িতে বাবা-মা-স্ত্রী কন্যাদের নিয়ে তিনি বসবাস করেন। তবে দূরের কোন রোগী চিকিৎসা নিয়ে থাকতে চাইলে তিনি তাদের থাকার ব্যাবস্থা করেন।

এ বিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর, থানার ওসি আব্দুল মতিন জানান,বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকার প্রায় ২শ,মানুষের সাথে কথা বলেছেন। ওই কবিরাজের ব্যাপারে যে কথাগুলো ছড়িয়েছে তা বিছক গুজব। মূলত ওই ব্যাক্তি কিছু কবিরাজী আর ঝাড়-ফুক দেন। নামায পড়ে বলে জানা যায়নি।বিশেষ করে প্যারালাইস্ড রোগীরা তার কাছে আসে। ওই চিকিৎসাও বন্ধ করা হয়েছে।
এএজেড

Header Ad
Header Ad

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ দেখায়নি বেসরকারি চ্যানেল, দেখাবে বিটিভি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি দেশের কোনো বেসরকারি টিভি চ্যানেল। যার কারণে রাষ্ট্রয়াত্ত বিটিভির শরণাপন্ন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিটিভির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো সিরিজটি সম্প্রচারের ঘোষণা দেওয়া হয়েছে।

সবশেষ কয়েক বছরে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে ঘরের মাঠের ম্যাচগুলো সম্প্রচার করেছে বাংলাদেশের দুটি বেসরকারি চ্যানেল টি-স্পোর্টস ও জিটিভি। তবে সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে চুক্তির মেয়াদ শেষ হয়েছে তাদের সঙ্গে।

তাই জিম্বাবুয়ে সিরিজের আগে গত ১৯ মার্চ আর্থিক প্রস্তাবনা ও এক্সপ্রেশন অব ইন্টারেস্টসহ (ইওআই) উন্মুক্ত দরপত্র আহ্বান করেছিল বিসিবি। তবে ৭ এপ্রিল দরপত্রের মেয়াদ শেষ হয়ে গেলেও আগ্রহ দেখায়নি কেউ। যার কারণে জিম্বাবুয়ে সিরিজের জন্য মিডিয়া রাইটস বিক্রি করতে পারেনি বিসিবি।

এমন অবস্থায় দুই টেস্টের সিরিজ সরাসরি সম্প্রচার করতে বাংলাদেশ টেলিভিশনের দ্বারস্থ হয়েছে বিসিবি। পুরো সিরিজই সম্প্রচার করবে বিটিভি।

সিলেটে আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৮ মে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। ইতোমধ্যে সিলেট টেস্টের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। আজ (১৮ এপ্রিল) থেকে যা সংগ্রহ করা যাবে মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায়। সকাল ১০টা থেকে এখানে টিকিট বিক্রি শুরু হবে। পরদিন থেকে স্টেডিয়াম কাউন্টারেও টিকিট কাটা যাবে।

বিসিবি সিলেট স্টেডিয়ামের গ্রান্ড স্ট্যান্ডের দাম নির্ধারণ করেছে সর্বোচ্চ ৫০০ টাকা। এর অর্ধেক দামে মিলবে ক্লাব হাউজের টিকিট। ২ নম্বর গেটের পূর্বদিকের গ্যালারির টিকিটের দাম ১৫০ টাকা। শহিদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম ১০০। গ্রিন হিল, শহিদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম দিক) ও ৩ নম্বর গেটের পূর্বদিকের গ্যালারির টিকিটের জন্য পরিশোধ করতে হবে ৫০ টাকা করে।

Header Ad
Header Ad

সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিলো রাশিয়া

ছবি: সংগৃহীত

সন্ত্রাসী তালিকা থেকে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের নাম বাদ দিলো রাশিয়া। দুই যুগেরও বেশি সময় পর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানান দেশটির সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় রীতিমতো একঘরে হয়ে থাকা তালেবানের জন্য এটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

গত বছর রাশিয়ার নতুন আইনে, কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়ার এখতিয়ার আদালতকে দেয়া হয়। সম্প্রতি তালেবানের সাথে সম্পর্ক গভীর করেছে মস্কো। সংগঠনটির প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে একাধিকবার রাশিয়া সফর করেছে।

২০০৩ সালে তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল রাশিয়া। ফলে রাশিয়ার সঙ্গে কোনও ধরনের যোগাযোগ ছিলো না সংগঠনটির। এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছিল ফৌজদারি অপরাধ।

তবে ২০২১ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করে তালেবান। এ ক্ষমতা শুধুমাত্র সরকার গঠন করাই নয়। বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘটে সম্পর্কের ইতি।

Header Ad
Header Ad

ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব আছে, জানালেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

ছবি: সংগৃহীত

ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে বহু বছর ধরে গবেষণা চালিয়ে আসছেন বিজ্ঞানীরা। বিভিন্ন সময় সাফল্য কিছু পেলেও নিশ্চিতভাবে প্রাণের অস্তিত্ব আছে এমন অকাট্য প্রমাণ এখনও কোথাও পাওয়া যায়নি।

তবে এবারে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দূরবর্তী এক গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার ‘এযাবতকালের সবচেয়ে শক্তিশালী প্রমাণ’ পেয়েছেন বলে জানিয়েছেন।

কে২-১৮বি (কেটু-এইটিনবি) নামক দূরবর্তী এই গ্রহটিতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে দাবী করেছেন বিজ্ঞানীরা। এই গ্রহটি পৃথিবীর মতো সূর্যের চারপাশে নয়, বরং অন্য অন্য একটি স্টার বা নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করে। অর্থাৎ এটি সৌরজগতের অংশ নয়। তাই কে২-১৮বি গ্রহটিকে বহির্গ্রহ (এক্সোপ্ল্যানেট) বলা যেতে পারে।

কেমব্রিজের গবেষকরা কে২-১৮বি নামক গ্রহটির বায়ুমণ্ডল নিয়ে বিস্তারিত গবেষণা চালিয়ে এমন অণুর সন্ধান পেয়েছেন যা পৃথিবীতে কেবলমাত্র জীবন্ত প্রাণীরাই তৈরি করে থাকে। অর্থাৎ, বায়ুমণ্ডলে এই অণুর উপস্থিতির অর্থ হচ্ছে দূরবর্তী গ্রহটিতেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে। এমনটাই বিশ্বাস গবেষকদের।

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে কে২-১৮বি গ্রহটির বায়ুমণ্ডলে জীবনের অস্তিত্ব সম্পর্কিত রাসায়নিক পদার্থের সন্ধান পাওয়ার এটি দ্বিতীয় ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রমাণ। তবে গবেষণায় প্রাপ্ত ফলাফল সম্পর্কে নিশ্চিত হতে আরও তথ্যের প্রয়োজন বলে জানিয়েছেন গবেষক দলটি এবং কয়েকজন জ্যোতির্বিজ্ঞানী।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ দেখায়নি বেসরকারি চ্যানেল, দেখাবে বিটিভি
সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিলো রাশিয়া
ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব আছে, জানালেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
ব্রাজিলের ভক্তদের ‘বানরের’ সঙ্গে তুলনা, নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টিনা
নারীরা কেন বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেমে জড়াচ্ছেন?
জুলাই-মার্চ মাসে ৩০.২৫ বিলিয়ন ডলার পোশাক রফতানি করেছে বাংলাদেশ
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবুও ১০ কিলোমিটার চালিয়ে ৬০ যাত্রীকে বাঁচালেন চালক
কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা
চুয়াডাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে দু’জন নিহত
ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮
হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার
গাইবান্ধায় মাদক মামলায় ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
তোপের মুখে ওয়াক্‌ফ আইন স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট
নিজেকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবিতে মামলা করলেন ফয়জুল করীম
ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান বাংলাদেশের
টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীসহ আটক ৬
৭১ এর গণহত‍্যার জন‍্য ক্ষমা ও সম্পদ ফেরত দেয়া নিয়ে আলোচনায় সম্মত পাকিস্তান
এবার স্ত্রী রিয়া মনিকে তালাকের ঘোষণা দিলেন হিরো আলম