বগুড়ায় প্রকাশ্যে যুবক খুন
বগুড়া শহরের ভাটকান্দি এলাকায় ওয়াজেদ হোসেন ঝন্টু (৩০) নামের এক যুবককে খুন করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় দি ভাটকান্দি ব্রিজের পূর্বপাশে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তরা।
নিহত ঝন্টু ভাটকান্দি পশ্চিম পাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। পেশায় তিনি টাইলস মিস্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে ঝন্টুসহ তিনজন ভাটকান্দি ব্রিজের পূর্বপাশে একটি হোটেলে খিচুড়ি খেতে যায়। অপর দুইজনের মধ্যে একজনের নাম মমিন। তারা তিনজনেই এক সঙ্গে টাইলসের কাজ করে। খিচুড়ি খেতে গিয়ে নিজেদের মধ্যে কোনও বিষয় নিয়ে দ্বন্দ্বে ধারালো কিছু দিয়ে ঝন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে ঝন্টুর সঙ্গে হোটেলে খেতে আসা অপর দুইজন পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঝন্টুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মর্গে পাঠায়।
এ বিষয়ে হোটেলের মালিক মানিক মিয়া বলেন, ওরা তিনজন একসঙ্গে এসে খিচুড়ি খেতে বসে। কিছুক্ষণ পর পানি চায় তারা। পানি দেয়ার পরপরই ঝন্টুর ওপর হামলা চালায় অপর দুইজন। তখন ভয়ে আমরা সরে আসি কিন্তু কি দিয়ে খুন করা হয়েছে তা দেখা যায়নি।
এ বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থারার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন,সকালে হোটেলে খেতে এসে হামলার শিকার হয় ঝন্টু। ঝন্টুর লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। কি দিয়ে ঝন্টুকে খুন করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।
এসআইএইচ