'আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না'
বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডঃ রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে অস্বাভাবিক হারে। তেলের দাম ৫ টাকা কমিয়ে দেশের জনগণের সাথে তামাশা করছে সরকার। শেখ হাসিনার মিথ্যা স্কুলের প্রধান শিক্ষক সেজেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি।
তিনি আরও বলেন, আমরা দেশের স্বাধীনতা রক্ষা করতে পারবো, গণতন্ত্র রক্ষা করতে পারবো, সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো এবং গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়াকে রক্ষা করতে পারবো। আজকে অন্ধকারের মধ্যে আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো। ভোলা, নারায়ণগঞ্জ ও বরগুনায় রক্তের হলি খেলছে সরকার। শুধু তাই নয় বর্তমান সরকার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। ইতিহাস ভুলে গেলে হবে না নারায়ণগঞ্জের শামীম ওসমান ইতিপূর্বে প্রাচীর টপকিয়ে কানাডায় পালিয়ে গিয়ে ছিলেন। বর্তমানে ব্যাংকের টাকা, ভোট ও লাশ চুরির ঘটনা ঘটিয়েছে সরকার।
শুক্রবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে কিচক বাজার এলাকার ফুলতলী মাঠে বিশাল গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ( রাজশাহী) বিভাগ এএইচএম ওবায়দুর রহমান চন্দন, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপি নেতা এ্যাডঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা।
অপরদিকে সমাবেশকে কেন্দ্র করে দুপুর ১টায় কিচক বাজার, শিবগঞ্জ পৌর এলাকার সোনালী ব্যাংক চত্বর ও পৌরসভা সীমান্ত এলাকায় পৃথক ৩টি তোরণ অগ্নি সংযোগ করে ভেঙে ফেলে দুস্কৃতকারীরা। এছাড়াও পৌর সীমান্ত এলাকায় ও আমতলী বাজার এলাকায় কয়েকটি মটর সাইকেলও ভেঙে ফেলে তারা। এঘটনার পর থেকে গোটা এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।
টিআর