আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ, ১৪৪ ধারা জারি
বগুড়া শহরের কালিতলায় একই স্থানে আওয়ামী লীগ-বিএনপি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।
জানা যায়, শুক্রবার বিকাল ৩ টার দিকে শহরের কালিতলা হাটে পৌর বিএনপির ১ ও ৩ নম্বর ওয়ার্ড প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এই সময় একই স্থানে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা ভঙ্গ ও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কালিতলা এলাকায় সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করে ১৪৪ ধারা জারি করা হয়।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল বলেন, বিএনপি, আওয়ামী লীগ ও যুবলীগের সমাবেশের কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য কালিতলা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টিআর