নওগাঁয় ১৩০০ মাদক ট্যাবলেটসহ আটক ২

নওগাঁর পত্নীতলা থেকে ১৩০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালের দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি শফিউল আজম খান।
আটককৃতরা হলেন, জেলার পত্নীতলা উপজেলার দাসনগর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে রায়হান আলম ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ছত্র রসিয়া গ্রামের হারুনুর রশিদ। ডিবি পুলিশের ওসি শফিউল আজম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়হানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় রাখা ১১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রায়হানকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্য মতে হারুনুর রশিদের কাছ থেকে আরো ২০০ পিচ ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
এএজেড
