বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
নাটোরের বাগাতিপাড়ার বিল এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহিদুল ইসলাম জাহিদ (১৭) ওই উপজেলার কাকফো এলাকার রাশুর ছেলে। তিনি সাধুপাড়া স্কুলের এসএসসি পরীক্ষার্থী।
নিহতের বোন রাশো বেগম ও মা জানান, জাহিদ তার নানির বাড়ি একই উপজেলার দয়ারামপুরের কাঠালবাড়ি ডালিপট্টিতে থাকত। পরিচিত একজনকে রক্ত দেওয়ার কথা বলে শনিবার নানিবাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রবিবার (২৮ আগস্ট) সকালে পথচারীরা ওই মরদেহ দেখতে পায়। খবর পেয়ে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।
নিহতের বোন জানান, স্থানীয় জিগরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। প্রায় তিন বছর আগে স্কুলে যাওয়ার পথে স্কুলের পাশের বাড়ির এক মেয়ের সঙ্গে জাহিদের সঙ্গে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জাহিদ ওই মেয়েকে বোরখা, থ্রি পিছ ও ছাগলও কিনে দিয়েছে। মেয়ের মাও বিষয়টা জানে এবং জাহিদকে উৎসাহ দেন।
তিনি আরও জানান, সম্প্রতি ওই মেয়ের মা জাহিদকে বলেন তার মেয়ের নামে মাসিক ৫০০ টাকার একটি ডিপিএস করে দিতে। কিন্তু নিজের আয় না থাকায় ওই টাকা দিতে পারবে না বলায় তাদের জাহিদের সঙ্গে মনোমালিন্য চলছিল।
জাহিদের দাদি জানান, তিনি নিজেও জাহিদকে বুঝিয়েছেন ওই মেয়েকে ভুলে যেতে। এক পর্যায়ে জাহিদ এসএসসি পরীক্ষার পর দেশের বাইরে যেতে চেয়েছিল।
ওই মনোমালিন্য থেকে রাগ ও শত্রুতা করে জাহিদকে খুন করতে বা করাতে পারে বলে ধারণা করছেন জাহিদের স্বজনরা।
বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, নিহতর নাক-মুখ দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টির তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
এসএন