পেট্রোল নিয়ে অভিযোগে জরিমানা! বিক্রি বন্ধ!
সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে কেনা পেট্রোল ১০ দিন বিক্রির পর ওই তেলে ভেজালের অভিযোগ করেছেন ক্রেতারা। এরই ভিত্তিতে ওই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এরপর থেকেই বন্ধ রয়েছে তেল বিক্রি। মালিকপক্ষের দাবী, ওই ঘটনায় তারা ৫ লক্ষাধিক টাকা ক্ষতির আশঙ্কা করছেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, মঙ্গলবার সকালে ওই ফিলিং স্টেশন থেকে পেট্রোল কেনা ৪-৫ জন অভিযোগ জানায় যে, সততা ফিলিং স্টেশনে পানি মিশ্রিত তেল বিক্রি করা হচ্ছে। কেননা, ওই তেল কিনে মোটরসাইকেল চালাতে গেলে বার বারই বন্ধ হয়ে যাচ্ছে। অভিযোগ পাওয়ার পর উপজেলা ভূমি কর্মকর্তা অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা ভূমি কর্মকর্তা, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, ঘটনাস্থলে গিয়ে ৮-৯ জন অভিযোগকারী পাওয়া যায়। এক পর্যায়ে মালিকপক্ষ তাদের দায় স্বীকার করলে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই তেল বিক্রি বন্ধ করে তা অপসারণের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্থদের টাকা ফেরৎ দিতে বলা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, মালিকপক্ষ দাবী করেছে, তারা নিজেরা কোন কিছু মিশ্রিত করেনি। তবে যেখান থেকে কেনা হয়েছে সেখান থেকেই সমস্যা হতে পারে। এ ব্যাপারে জানতে চাইলে ম্যানেজমেন্টে দায়িত্বরত প্রভাষক রুবেল জানান, গত ৪ আগস্ট বাঘাবাড়ি ডিপো থেকে ১৪ লাখ টাকায় ২ গাড়ি পেট্রোল কেনা হয়েছে। বিকালেই ওই তেল আন্ডারগ্রাউন্ডে দিয়ে বিক্রি শুরু হলেও মঙ্গলবার সকালে ওই অভিযোগ শোনা যায়।
এক প্রশ্নের জবাবে তিনি দাবী করেন, জরিমানা দেয়ার পর থেকে পেট্রোল বিক্রি বন্ধ আছে। বিষয়টি ডিপো কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তেল রাখা হাউজে কোন সমস্যা নাকি তেলে কোন সমস্যা তা পরীক্ষা করতে এক্সপার্ট ডাকা হয়েছে। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এমন দাবী করে তিনি জানান,কোন সমস্যা হলে ডিপো কর্তৃপক্ষ ওই তেল ফেরৎ নেবে না। এক্ষেত্রে তারা ৫ লক্ষাধিক টাকা ক্ষতির আশঙ্কা করছেন।
এএজেড