নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১২টার মধ্য জেলার সাপাহার উপজেলায় ধান বোঝাই ট্রলি উল্টে এবং নিয়ামতপুর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পত্নীতলা উপজেলার মান্দাইন (কাচরী পাড়া) গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান (৩৮) ও মান্দা উপজেলার খাসা মান্দা এলাকার ফাহিম চৌধুরীর ছেলে খোকন চৌধুরী (৩৬)।
এ ব্যাপারে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান বলেন, সকালে জেলার পত্নীতলা উপজেলার মান্দাইন (কাচরী পাড়া) গ্রাম থেকে ট্রলিতে করে ধান বিক্রির জন্য পোরশা উপজেলার শিশা বাজারে নিয়ে যাচ্ছিলেন নিহত মাহবুবুর রহমান ও তার বাবা। এ সময় বাবা ড্রাইভারের কাছে আর ধান বোঝাই ট্রলির উপরে বসেছিলেন মাহবুবুর রহমান। পরে ঘটনাস্থলে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাহবুবুর মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, সকাল ৯টার দিকে রামনগর মোড়ের কিছুটা দূরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে একটি মোটরসাইকেলের। পরে মোটরসাইকেল আরোহী খোকন চৌধুরী ও মইন মণ্ডলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোকন চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আর আহত মইন মণ্ডলকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআইএইচ