রাজশাহী কলেজিয়েট স্কুলের ছয় শিক্ষার্থীকে বহিষ্কার
শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান, মারামারি, অশ্লীল ভাষায় গালিগালাজসহ বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে রাজশাহী কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ আগস্ট) কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে রাজশাহী কলেজিয়েট স্কুলের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান, মারামারি, অশ্লীল ভাষায় গালিগালাজ ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে ছয় ছাত্রকে চলতি বছরের ২৭ নভেম্বর পর্যন্ত বহিষ্কার করা হলো। একই সঙ্গে বিদ্যালয়ের অন্য ছাত্রদেরও সতর্ক করা হয়েছে।
এতে জানানো হয়, বিদ্যালয়ে মারামারি ও অশ্লীল ভাষা ব্যবহারের অপরাধে চতুর্থ শ্রেণির তিন ছাত্র, ধূমপানের অপরাধে সপ্তম ও নবম শ্রেণির দুই ছাত্র এবং মারামারির অপরাধে পঞ্চম শ্রেণির আরও এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হলো।
এ ব্যাপারে কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আবুল হাশেম জানান, এই ছয় শিক্ষার্থীকে একাধিকবার নিষেধ করার পরেও কথা শুনছিল না। ঐতিহ্যবাহী এই স্কুলের একটি সুনাম আছে। এইটুকু ছেলে স্কুলে এসে সরাসরি ধূমপান করে। এদের দেখে অন্যরা কি শিখবে?
তিনি আরও বলেন, কয়েকদিন আগে একজন আরেকজন ছেলের পেনিসে লাথি মেরেছে। রক্ত বের হয়ে বিব্রতকর অবস্থা। তাকেও সাসপেন্ড করা হয়েছে। আমরা খুব বিপদে আছি। আমরা তো ওদের মারধর বা শাসনও করতে পারি না। আগে শাসন ছিল, ছেলেরা ভয়ে কিছু করত না। এখন সাসপেন্ড করা ছাড়া উপায় নেই।
এসআইএইচ