শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ | ১৭ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সার-তেলের মূল্যবৃদ্ধি

'ধান চাষ ছেড়ে ঝোলা নিয়ে পথে নামতে হবে'

'কষ্ট বাবা! গরিব মানুষদের ধান চাষ করাটা খুব কষ্টের। তেল, সারের দাম বেশি। কৃষিকাজ করে এখন কোনো লাভ নেই বাবা। বৃষ্টি নাই, পানি কিনে ধান চাষ করতে খুবই কষ্ট হচ্ছে। তার উপর সার, তেলের দাম যেভাবে বাড়ছে এভাবে চলতে থাকলে ধান চাষ ছেড়ে ঝোলা নিয়ে পথে নামতে হবে।'

নওগাঁ সদর উপজেলার তিলেকপুর ইউনিয়নের তাজনগর গ্রামের কৃষক আব্দুস কুদ্দুসের মতো এরকম দুশ্চিন্তায় পড়েছেন জেলার হাজারো কৃষক।

চলতি আমন মৌসুমে নওগাঁয় দেশের মধ্যে সর্বোচ্চ ১ লাখ ৯৭ হাজার ২০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখা এ জেলার কৃষকদের এখন দুর্ভাবনায় দিন-রাত কাটছে। কারণ রোপা আমনের ভরা মৌসুমে কয়েকদিনের ব্যবধানে ইউরিয়া ও ডিজেলের দাম বাড়ার ফলে ব্যয় মেটাতে নাজেহাল অবস্থা কৃষকদের।

কৃষকরা বলছেন, চলতি আমন মৌসুমে সার ও ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় উঠবে কি না তা নিয়ে সন্দেহ আছে। বেশি সমস্যায় বর্গাচাষি ও ক্ষুদ্র কৃষকরা। তাদের মতে, সার ও ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে প্রতি বিঘায় ধান উৎপাদনে বাড়তি ৫-৬ হাজার টাকা খরচ পড়বে। প্রতি বিঘা জমিতে ১২-১৩ হাজার টাকা ব্যয়ে ফসল উৎপাদন করে ন্যায্যমূল্য না পেলে বড় ধরনের সংকটে পড়তে হবে তাদের।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নওগাঁ জেলা শাখা সূত্রে জানা যায়, জেলায় প্রায় ৬৬ হাজার পরিবার কৃষির সঙ্গে সম্পৃক্ত। জেলায় বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার রয়েছেন ৩৩৩ জন। চলতি মাসে জেলায় ইউরিয়া সারের বরাদ্দ ৯ হাজার ২৯৩ মেট্রিক টন, টিএসপি ৮৯৭ টন, ডিএপি ২ হাজার ৫৪৩ টন ও এমওপি সারের বরাদ্দ ১ হাজার ৭৯৬ টন।

কেজিপ্রতি ৬ টাকা মূল্যবৃদ্ধির ফলে কেবল ইউরিয়া সার ব্যবহারের কারণে ১৫০ কোটি টাকা বাড়তি খরচ হবে। এ ছাড়া ডিজেলের দাম বাড়ার ফলে বাড়তি চাষ ও সেচ খরচ যোগ হবে।

সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের কৃষক দুলাল ঢাকাপ্রকাশ-কে বলেন, তেলের দাম বেশি। আগে ১৬ টাকা কেজিতে যে সার ছিল এখন তা ২৬ টাকা দরে কিনতে হচ্ছে। তাহলে কীভাবে চাষাবাদ করব? চাষাবাদ করে খরচের টাকা উঠে না। আগে এক বিঘা জমি চাষাবাদ করতে ৬-৮ হাজার টাকা লাগত এখন ১২-১৩ হাজার টাকা খরচ পড়ছে। কৃষক মানুষ চাষাবাদ করেই খেতে হবে। তাই ধার দেনা করে চাষাবাদ করছি।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা ঢাকাপ্রকাশ-কে বলেন, চলতি আমন মৌসুমে জেলায় আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ২০০ হেক্টর, বেশ কিছুদিন যাবত তীব্র খড়া ও পানি সংকট। বৃষ্টি নেই বললেই চলে। মাঝে কয়েকদিন বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত অগ্রগতি ৭১ শতাংশ। বৃষ্টি কম হওয়ার কারণে রোপণের গতি অনেকটাই কম। বৃষ্টি স্বাভাবিক থাকলে হয়তো আমরা চূড়ান্ত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারতাম। আমরা এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী। আমাদের যেসব ডিপ ও শ্যালো টিউবওয়েল চালু রয়েছে এসব নিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলা প্রশাসকের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। আশা করি আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।

তিনি কৃষকদের উদ্দ্যেশে বলেন, এ মুহূর্তে কৃষকদের জন্য পরামর্শ যারা দেরিতে ধান রোপণ করেছেন তারা চারার সংখ্যা অধিক দিবেন। প্রতি গোছায় ৭-৮টি চারা এবং খুব ঘন করে যতটুকু সম্ভব চারা রোপণ করবেন।

তিনি আরও বলেন, এমওপি সার পরিবহনের বিষয়ের সমস্যা আছে। যা দু-একদিনের মধ্যেই কেটে যাবে বলে আশা করছি। চলতি মাস ও গত মাস মিলিয়ে প্রায় ২৬০০ টন সার পাইনি। যা সান্তাহার গোডাউনে সংরক্ষিত আছে। আমরা বিএডিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, আগামী দু-একদিনের মধ্যেই সান্তাহার গোডাউন থেকে আমাদের সরবরাহকৃত এমওপি সার সরবরাহ করা হবে।

এসজি/

Header Ad
Header Ad

বিশ্ব ইজতেমায় ৭২ দেশের ২১৫০ জন বিদেশি মেহমান এসেছেন

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। এখন পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। তারা নির্দিষ্ট খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের আলেমদের বয়ান শোনার মাধ্যমে ধর্মীয় শিক্ষা গ্রহণ করছেন।

শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত ৭২টি দেশের মুসুল্লিরা ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন এবং এর সংখ্যা বাড়তে থাকবে।

এই দিন সকালে বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়া উল হক সাহেব বয়ান করেন। সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল শুরু হবে, যা আগে মোজাকেরা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল সাহেব। বিভিন্ন শ্রেণীর আলেমরা বয়ান দেবেন, এর মধ্যে মাওলানা ফারাহিম, প্রফেসর আব্দুল মান্নান, এবং মাওলানা আকবর শরিফসহ আরও অনেক আলেম থাকবেন।

বিশ্ব ইজতেমা এবার তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যেখানে আখেরি মোনাজাত হবে। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হবে এবং ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত হবে। ৮ দিনের বিরতির পর ১৪ ফেব্রুয়ারি তৃতীয় পর্ব শুরু হবে, যেখানে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত হবে। শেষে ১৮ ফেব্রুয়ারি ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

Header Ad
Header Ad

ওমরাহ করতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বাবর, দুবাই হাসপাতালে ভর্তি

ওমরাহ করতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছিলেন, কিন্তু দুবাই পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) বিএনপির আহ্বায়ক জাকির হোসেন এ খবর নিশ্চিত করেন।

জাকির হোসেন জানান, বাবর বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ফ্লাইটে চলাকালীন সময়ে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। দুবাই বিমানবন্দরে পৌঁছানোর পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, বাবরের সাথে ছিলেন তার স্ত্রী, দুই মেয়ে এবং ছেলে। তার স্ত্রী ও দুই মেয়ে সৌদি আরবে চলে গেছেন, তবে ছেলে লাবিব এখনো বাবরের পাশে রয়েছেন। বাবর সুস্থ হলে সৌদি আরব যাবেন এবং সেখানে ওমরাহ পালন শেষে সপরিবারে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি কারামুক্তির তিন দিন পর বাবর বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করেন এবং তাকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। তার বিরুদ্ধে চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়। গত ১৪ জানুয়ারি সে মামলায় বাবর খালাস পান।

Header Ad
Header Ad

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি: সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজার রহমান তার ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দেবী রানী রায় আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। আজ শুক্রবার রিমান্ড আবেদনের জন্য তাকে আদালতে তোলা হয়।

এর আগে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস-সংলগ্ন একটি বাসা থেকে সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৫ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ২০১৯ সালে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য হন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নুরুজ্জামান আত্মগোপনে ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিশ্ব ইজতেমায় ৭২ দেশের ২১৫০ জন বিদেশি মেহমান এসেছেন
ওমরাহ করতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বাবর, দুবাই হাসপাতালে ভর্তি
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে
বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজও অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
টাঙ্গাইলে নিজ বাড়ির পাশে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ
গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৪২ ফিলিস্তিনির লাশ উদ্ধার
ছাত্রদল নেতার সমন্বয়ক পরিচয়ে প্রকল্প গ্রহণ, বাস্তবায়নে অনিয়মের চাঞ্চল্যকর অভিযোগ
ছাত্রদের চাপে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের হাতে হাতকড়া, ডিম নিক্ষেপ
ওভাল ক্রিকেট টিমের ৪৯ শতাংশ শেয়ার কিনল আম্বানি পরিবার
সামরিক প্রধান মোহাম্মদ দেইফের মৃত্যু নিশ্চিত করল হামাস
প্রথম আরব নেতা হিসেবে সিরিয়া সফরে কাতারের আমির
শহীদ ইয়ামিনকে হত্যা করল কে? পুলিশের তদন্তে নতুন বিতর্ক
রংপুর থেকে গ্রেফতার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান
কোটা পদ্ধতি পুনরায় পর্যালোচনার নতুন ৩ সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের
আমরা কারও কাছে চাঁদা চাইনি, চাইবোও না: জামায়াত আমির
নওগাঁ বারের নির্বাচনে সব পদে বিএনপি প্যানেলের জয়
আরব আমিরাতে চাঁদ দেখা গেছে, পবিত্র শবে বরাত ১৪ ফেব্রুয়ারি
ডিপসিকের চেয়েও কার্যকর নতুন এআই আনার দাবি আলিবাবার
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও গুণগত পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য: গণশিক্ষা উপদেষ্টা
বাণিজ্য মেলায় সংঘর্ষ, আহত ১৬