রাণীনগরে চুরি হওয়া সিএনজি উদ্ধার, আটক ২
নওগাঁর রাণীনগর উপজেলার পারইল বিশিয়া গ্রাম থেকে চুরি যাওয়া একটি সিএনজি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ আগষ্ট) দিবা গত রাতে অভিযান চালিয়ে বগুড়ার সদর উপজেলার চকঝপু গ্রাম এলাকা থেকে সিএনজিটি উদ্ধারসহ দুই চোরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়ার আদমদিঘী উপজেলার রামপুরা গ্রামের দেলবর মন্ডলের ছেলে মাসুদ রানা (৩০) ও বগুড়া সদর উপজেলার চন্দপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে হাবিল উদ্দিন ওরফে কাইল্যা (৫২)। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে পারইল বিশিয়া গ্রামের রতন আলীর একই গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে রতনের একটি সিএনজি চুরি করে নিয়ে যায় চোরেরা। এরপর রতন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে বগুড়া সদর উপজেলার চকঝপু গ্রাম এলাকা থেকে সিএনজিটি উদ্ধার করাসহ দুই চোর মাসুদ রানা ও হাবিল উদ্দিন ওরফে কাইল্যাকে আটক করে। রিমান্ডের আবেদনসহ আটককৃত দুই জনকে মঙ্গলবার (৯ আগষ্ট) বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এএজেড