তেল কম দেওয়ায় নওগাঁয় পেট্রল পাম্পকে জরিমানা
নওগাঁর নিয়ামতপুরে পরিমাপে তেল কম দেওয়া ও আগের দামে কেনা সার নতুন দামে বিক্রি করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৭ আগস্ট) বিকালে উপজেলার দুই এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন। এসময় নিয়ামতপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এবং নিয়ামতপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
শামীম হোসেন বলেন, উপজেলার মালঞ্চি এলাকায় অবস্থিত সোনার ফিলিং স্টেশনে পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তেল কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। অভিযানের সময় পেট্রল প্রতি ৫ লিটারে ২১০ মি.লি. কম এবং অকটেন ও ডিজেল প্রতি ৫ লিটারে ১৮০ মি.লি. কম দেওয়ার অপরাধে সোনার ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী মো. আমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে গাবতলী বাজারে অবস্থিত মেসার্স বাবু অ্যান্ড ব্রাদার্স এর সত্ত্বাধিকারী আসাদুজ্জামান সারের সাব-ডিলারকে আগের ক্রয়কৃত ৮০০ টাকা দামের ইউরিয়া সার নতুন মূল্য ১ হাজার ১০০ টাকায় বিক্রির অপরাধে ১০ হাজার জরিমানা আদায় করা হয়।
এসজি/