নওগাঁয় ২২শ' লিটার চোলাই মদসহ আটক ১
নওগাঁর বদলগাছী থেকে ২ হাজার ২০০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
রবিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি আব্দুস সামাদ (৫৭) উপজেলার তেজাপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে।
রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র্যাব ক্যাম্পের অপারেশনাল দলের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মাসুদ রানার নেতৃত্বে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা এলাকায় অভিযান চালায়। এসময় ২ হাজার ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আব্দুস সামাদকে আটক করে র্যাব-৫ এর সদস্যরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এসজি/