চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণ, মামলা
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে ঈগল পরিবহনে উঠা একদল ডাকাত টানা ৩ ঘণ্টা অস্ত্রের মুখে যাত্রীদের হাত-মুখ ও চোখ বেঁধে জিম্মি করে নির্যাতন এবং লুটপাটসহ এক নারী যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনার ভুক্তভোগী কুষ্টিয়ার এক বাসযাত্রী মামলাটি করেন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে টাঙ্গাইলের মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন এসব তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত মঙ্গলবার (২ আগস্ট) কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বুধবার (৩ আগস্ট) ভোরে বাসটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে পৌঁছালে ১০ থেকে ১২ জন যাত্রী ওঠেন।
তার কিছুক্ষণ পরেই যাত্রীবেশে থাকা ডাকাতরা অস্ত্রের মুখে ঘুমন্ত যাত্রীদের হাত-মুখ ও চোখ বেঁধে জিম্মি করে। এরপর যাত্রীদের কাছে থাকা মোবাইল, টাকা, স্বর্ণালংকার লুট করে নেয়। পরে গাড়িতে থাকা এক নারী যাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে। এ সময় টানা ৩ ঘণ্টা যাত্রীদের ওপর অমানবিক নির্যাতনের পর টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া নামক স্থানে এসে বাসটির গতি থামিয়ে ডাকাত দল নেমে যায়। পরে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এ খবর পেয়ে মধুপুর থানা পুলিশ তাদের উদ্ধার করেন।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, কুষ্টিয়ার এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এসআইএইচ