প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা, ইউপি সদস্য গ্রেপ্তার
বাগেরহাটে এক প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে মারপিটের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার সময় ওই নারীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ইউপি সদস্য মো. কাওছার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। শুক্রবার বিকালে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মোল্লাহাট থানায় চুনখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কাওছার চৌধুরীসহ নয় জনের নাম উল্লেখ করে মোট ১৪ জনের নামে মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী সিংগাতি গ্রামে অভিযান চালিয়ে শুক্রবার পুলিশ অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পর লোকলজ্জার ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপন করেন ওই নারী। ভাইরাল ভিডিও দেখে থানা পুলিশসহ মোল্লাহাটের সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মন্ডল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তারা ঘটনার শিকার নারীকে খুঁজে না পেয়ে ফিরে আসেন।
নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রীকে শুক্রবার বিকালে পুলিশ খুঁজে পায়। এরপর শুক্রবার বিকেলে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেন।
/এএন