ট্রাক চাপায় বাবা-মেয়ের মৃত্যু

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ট্রাক চাপায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা দেড়টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এ দুর্ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের জেলা পরিষদের ডাক বাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আনোয়ার হোসেনের ছেলে আলতাফ হোসেন (৪৫) ও তার মেয়ে বেলী আক্তার (১৪)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ব্যাটারিচালিত অটোরিকশায় করে আলতাফ ও তার মেয়ে বেলী সোনারগাঁয়ে এক বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে চাষাঢ়াগামী ইট বোঝাই একটি ট্রাক তাদের অটোরিকশাটি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয়। পরে তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়। ঘাতক চালক ও ট্রাকটির সন্ধান করা হচ্ছে।
এনএইচ/এএন
