চাকরির সঙ্গে ঘরও পাচ্ছেন আসপিয়া
ভূমিহীন বিবেচনায় মেধাবী আসপিয়া যেন পুলিশের চাকরি থেকে বঞ্চিত না হন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। তিনি জানান, চাকরির সঙ্গে সঙ্গে আসপিয়া এবং তার পরিবারকে থাকার জন্য একটি স্থায়ী ঠিকানা হিসেবে একটি ঘর করে দেওয়া হবে।
শুক্রবার (১০ ডিসেম্বর) তিনি এমন নির্দেশনা পাওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি ঢাকাপ্রকাশকে বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা এসেছে। সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হিসেবে ভূমিহীন আসপিয়াকে সরকারি জমিতে একটি ঘর উপহার দেওয়া হচ্ছে। সেই ঘর নির্মাণ করার জন্য আসপিয়া যেখানে থাকেন সেই হিজল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আপসিয়ার পরিবারের জন্য জমিসহ ঘরের ব্যবস্থা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
বরিশাল জেলা পুলিশে ট্রেইনি রিক্রুটমেন্ট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করেন আসপিয়া ইসলাম কাজল (১৯)। কিন্তু ভূমিহীন হওয়ায় পুলিশে চাকরি পাওয়া নিয়ে তার শঙ্কা তৈরি হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি উঠে আসে। তখন এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেওয়া হয় স্থানীয় জেলা প্রশাসককে।
জেলা প্রশাসকের কাছ থেকে নির্দেশনা পেয়ে আসপিয়ার জন্য সরকারি খাস জমি খুঁজে দেখা হচ্ছে বলে জানান হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ। তিনি জানান, আসপিয়ার জন্য ঘর নির্মাণে বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় খাস জমি ঘুরে দেখা হয়েছে। উপজেলার বড়জালিয়া ইউনিয়নে কয়েক শতাংশ জমি পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে সেখানে ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
বরিশাল জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কমিটির সভাপতি জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, পুলিশ কনস্টেবল পদে আসপিয়ার নিয়োগ বাতিল করা হয়নি।
এনএইচ/এএন