ডাকাতির প্রস্তুতির সময় ৯ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় নয়জন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ছয়টি দাসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ৯ এর সি/১১ ব্লকের মক্তবের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন- ক্যাম্প-৯ এর মো.সলিমের ছেলে মোহাম্মদ শফিক, আ. শুক্কুরের ছেলে নুর মোস্তফা, মতিউর রহমানের ছেলে মুহাম্মদ মিয়া, ক্যাম্প ২৫ এর আ. শুক্কুরের ছেলে হেদায়েত উল্লাহ, ক্যাম্প ১৫ এর মৃত মো. সফির ছেলে সফিউল আলম, মৃত সোনা আলীর ছেলে আবুল কালাম, ক্যাম্প ১১ এর মৃত কাছিমের ছেলে জাফর আলম, মোজাহের মিয়ার ছেলে জাহিদ উল্লাহ এবং ক্যাম্প ১৮ এর মুসলিমের ছেলে শফিউল্লাহ। আটককৃতরা এপিবিএনের তালিকাভুক্ত।
এ বিষয়ে এপিবিএন-৮ এর পক্ষ থেকে জানানো হয়, রাতে দায়িত্ব পালনের সময় এপিবিএন সদস্যরা ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে ক্যাম্প ৯ এর সি / ১১ এর মক্তবের আশপাশে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দৌড়ে পালানোর সময় নয়জনকে আটক করা হয়। এ ছাড়া সশস্ত্র ডাকাত দলের প্রায় ২৫/২৬ জন সদস্য পালিয়ে যায়। আটক নয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
এসএন/
