রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী হলেন শিবিরের সাবেক সভাপতি  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও জামায়াতের প্রার্থী মো. দেলোয়ার হোসেন। ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এই আসনে জামায়াতের প্রার্থী করা হয়েছে মো. দেলোয়ার হোসেনকে।

দেলোয়ার হোসেনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার সৈয়দপুর গ্রামে। শিক্ষাজীবন শুরু হয় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ে। এরপর ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে তিনি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি, ঢাকা থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবনে দেলোয়ার হোসেন ছাত্রশিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি (১৯৯৯-২০০০), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি (২০০৭-২০০৯) এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি (২০১২-২০১৩) ছিলেন।

পরবর্তীতে তিনি গেন্ডারিয়া থানার আমির (২০১৮-২০১৯), ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি (২০২০-অদ্যাবধি) এবং জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে তিনি ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন। দরিদ্র ও অসহায়দের সহায়তা করা এবং উন্নয়নমূলক কাজে আগ্রহী হওয়ায় এলাকায় তার ইতিবাচক ভাবমূর্তি রয়েছে বলে দাবি করেন সমর্থকরা।

তবে তার বিরুদ্ধে প্রায় ২০০টি রাজনৈতিক মামলা চলমান রয়েছে, যেগুলোকে জামায়াতের পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হচ্ছে।

দেলোয়ার হোসেনের রাজনৈতিক জীবনে নির্যাতনের একটি অধ্যায়ও রয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন সময়ে (২০১২-২০১৩) ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তাকে গ্রেপ্তার করে এবং টানা ৬০ দিন রিমান্ডে রেখে নির্যাতন করে। এই সময়ে তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হয়।

দেলোয়ার হোসেনের সমর্থকরা দাবি করেন, তার বিরুদ্ধে চলমান মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে এবং তিনি নির্যাতিত নেতা হিসেবে এলাকায় ব্যাপক সমর্থন পাচ্ছেন। তার সাংগঠনিক দক্ষতা, জনসেবা ও উন্নয়নমূলক কাজের প্রতি আগ্রহ তাকে ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে।

Header Ad
Header Ad

নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু

ছবিঃ ঢাকাপ্রকাশ

নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। ‘একুশের ভোরে আমি আজো পাই নতুন প্রত্যয়’ প্রতিপাদ্য সামনে নিয়ে নওগাঁয় বইমেলা শুরু হয়। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এ মেলার আয়োজন করেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে শতকন্ঠে কালজয়ী ভাষার গান ও সুরনন্দন সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় দেশের গান ও উচ্চারণ পাঠশালার শিক্ষার্থীদের আবৃত্তি পরিবেশনা অনুষ্ঠিত হয়।

একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী জানান, এবারের মেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রকাশনা ও বই বিক্রেতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বইয়ের স্টল ছাড়াও মেলায় হস্তশিল্প ও কুটির শিল্পের পণ্যসামগ্রীর স্টল রয়েছে।

তিনি আরও বলেন, প্রতিদিন এটি হবে স্থানীয় লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলা। এ ছাড়া স্থানীয় লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

মেলায় সাত দিন ধরে একুশে পরিষদের আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান, গদ্যপাঠ, সুন্দর হাতে লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও ভাষার গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নওগাঁর স্থানীয় সংগীত একাডেমি ও নৃত্য একাডেমির শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার শেষ দিন ২১ ফেব্রুয়ারি সাহিত্য, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় একুশে পরিষদের উদ্যোগে গুণী ব্যক্তি ও সংগঠনকে একুশে পদক দেওয়া হবে।

Header Ad
Header Ad

দেব চৌধুরীর নাম মুহাম্মদ চৌধুরী

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বিখ্যাত স্পোর্টস জার্নালিস্ট দেব চৌধুরীর আনুষ্ঠানিক শাহাদাহ পাঠ করে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনটি জুমা অতিবাহিত হয়ে গেলো, আল হামদুলিল্লাহ। তিনি নিয়মিত বন্ধুদের সাথে জুমায় আসছেন, আল্লাহ তায়ালা তাঁর আর্জি অনুযায়ী দ্বীনের উপর অটল রেখে হিদায়াতের পথে তাকে অবিচল রাখুন। তাকে আব্দুল্লাহ মুহাম্মাদ চৌধুরী বা মুহাম্মাদ চৌধুরী নাম গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

আলোচিত ইসলামিক স্কলার আব্দুল হাই সাইফুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে এ কথা লিখেন।

তিনি আরো লিখেন, এই মুহূর্তে নিয়মিত সালাত আদায়, কুরআন তিলাওয়াত শিক্ষা, ইসলামের পাক-সাফের জরুরি মাসায়েল ইত্যাকার বিষয়ে শিখিয়ে অভ্যস্ত করার প্রয়াস নেয়া হচ্ছে। বাংলা অনুবাদের কুরআন তিনি নিয়মিতভাবে পড়ছেন আনুষ্ঠানিক ইসলামে আসার আগ থেকেই, আল হামদুলিল্লাহ।

তিনি বলেন দারুণ তাঁর উপলব্ধি করার ক্ষমতা আরো অসাধারণ মাশা'আল্লাহ। বহু মিডিয়া, সাংবাদিক, ইউটিউবার, আগ্রহীগণ আমাকে এ বিষয়ে জানাতে বা নানান জিজ্ঞাসা করেই চলেছেন। প্রথমত বলতে চাই, দেব চৌধুরী আমাকে বলেছিলেন, আমি এই মুহূর্তে (যেদিন শাহাদাহ) বিষয়টি জানাতে চাই না। আমি তাঁর ইচ্ছাকে সম্মান দিয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাইনি; তার মানে এ নয় যে, আপনাদেরকে ইগনোর বা এভোয়েড করছি, এটি তাঁর চাওয়ার প্রতি সম্মান প্রদর্শন ছিলো। পরবর্তীতে তাঁকে বিষয়টি জানালে তিনি অসম্মতি জানাননি। তাঁকে নিয়ে একটি "জার্নি টু ইসলাম" বিষয়ে তার সম্মতি সাপেক্ষে একটা লাইভ করবো ইনশাআল্লাহ।

Header Ad
Header Ad

তরুণী সেজে ছাত্রলীগ নেতার ‘অসামাজিক’ কাজ, অবশেষে ধরা  

ছবিঃ সংগৃহীত

ফেসবুকে নারীর ছদ্মবেশ ধরে ব্ল্যাকমেইল, মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় এবং প্রতারণার অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন ছাত্রলীগ নেতা জোবাইরুল হক জিয়ান (২৮)। শুক্রবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে তাকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ান দীর্ঘদিন ধরে ফেসবুকে নারীদের ছবি ব্যবহার করে ভুয়া পরিচয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষকে প্রতারণা করতেন। মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়, জামিন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা এবং গ্রেফতার-বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম জানান, ফেসবুকে ভুয়া আইডি খুলে নারীদের ছবি দিয়ে প্রতারণা করতেন জিয়ান। একাধিকবার কারাগারে গেলেও ফের একই কাজে জড়িয়ে পড়েন তিনি। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে তাকে আটক করা হয়।

স্থানীয়দের দাবি, জিয়ান অতীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেন। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর জিয়ান স্বীকার করেছিলেন যে, তিনি বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু
দেব চৌধুরীর নাম মুহাম্মদ চৌধুরী
তরুণী সেজে ছাত্রলীগ নেতার ‘অসামাজিক’ কাজ, অবশেষে ধরা  
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি হাসনাতের  
ঘরে বসে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস ট্রফির খেলা    
সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয়ে প্রতারণা, ৩ জনকে আটক
একুশে টিভির ভবনে আগুন  
একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি: প্রধান উপদেষ্টা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী হলেন শিবিরের সাবেক সভাপতি  
পাল্টে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নামও
আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে দুনিয়া-আখেরাত শেষ: আজহারী
জাতীয় নির্বাচন আগে হতে হবে : মির্জা ফখরুল  
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না: পার্থ  
অপারেশন ডেভিল হান্টে আরও ৪৭৭ জন গ্রেফতার
অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু: প্রধান উপদেষ্টা    
‘জুলাই চার্টারের ওপর নির্ভর করবে নির্বাচন কবে’
পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হলো ডা. হেলাল উদ্দিনকে
বদলে গেল ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামের’ নাম  
টাঙ্গাইলে নারী সমন্বয়ককে হেনস্তার অভিযোগ
লন্ডনে কোরআন পোড়ানোর সময় এক যুবককে পিটুনি(ভিডিও)