সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের সভাপতির উপর আ’লীগ সমর্থকদের হামলার অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিন ইসলাম। ছবিঃ ঢাকাপ্রকাশ

মাদকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় টাঙ্গাইলের ভূঞাপরে ছাত্র অধিকার পরিষদের উপজেলা সভাপতি আলামিন ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (৪ জানুয়ারি) বিকালে হামলার শিকার আলামিন ইসলাম ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানায়, গত ৩ জানুয়ারি শুক্রবার রাতে উপজেলার জিগাতলা গ্রামে উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিন ও তার চাচাতো ভাই বেলাল শেখসহ কয়েকজন দোকানে বসেছিল। এসময় হঠাৎ করে আলামিনের উপর বেশ কয়েকজন লোক এসে হামলা করে। পরে স্থানীয়রা আলামিনকে আহত অবস্থায় উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে ভর্তি করে।

আলামিনের উপর হামলার খবর পেয়ে ভর্তিরত আলামিনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দেখতে আসেন টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রুবেল খান, দপ্তর সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলীসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দরা।

আলামিনের চাচাতো ভাই বেলাল শেখ বলেন, শুক্রবার রাতে বাড়ির পাশে আমি ও আলামিন একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ ৪ থেকে ৬ জন আওয়ামী লীগের সমর্থক পেছন থেকে এসে কোনো কিছু না বলেই আলামিনের উপর হামলা করে। তারা চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদককারবারীর সঙ্গে জড়িত।

এ বিষয়ে হামলার শিকার উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিন ইসলাম বলেন, ‘মাদক ব্যবসায়ী বাঁবু খা’ কে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে তিনি যমুনার চর থেকে আব্দল আজিজ, আসাদুল, সাগরসহ বেশ কয়েক আওয়ামী লীগের সমর্থক নিয়ে এসে আমার উপর হামলা করে’।

উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক জাহিদুল ইসলাম তরুন বলেন, ‘মাদকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিনের উপর স্থানীয় কিছু আওয়ামী লীগের কর্মী এসে তার উপর হামলা করেছে। ঘটনাটির তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি দাবি করছি’।

টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রুবেল খান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদকের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় যারা আলামিনের উপর হামলা চালিয়েছে তারা সমাজের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদেরকে অবশ্যই দ্রুত  গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি’।

এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম রেজাউল করিম বলেন, ‘উপজেলা ছাত্র অধিকার পরিষদ নেতার উপর হামলার বিষয়টি কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে আনইগত ব্যবস্থা নেব’।

 

Header Ad
Header Ad

চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর, পুলিশে সোপর্দ

চট্টগ্রাম কোতোয়ালী থানার সাবেক ওসি নেজাম উদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বিএনপি নেতা-কর্মীদের রোষের মুখে পড়েছেন। তাকে কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়।

সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ এলাকায় পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে। এসময় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতা-কর্মীরা। পরে পাঁচলাইশ থানার সামনে অবস্থান নেয় তারা।

পুলিশ নেজাম উদ্দিনকে হেফাজতে নেওয়ার পর বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করে মিছিল করেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। নেজাম উদ্দিন বর্তমানে কুমিল্লা সিআইডিতে কর্মরত আছেন বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) রইছ উদ্দিন।

উপপুলিশ কমিশনার গণমাধ্যমকে বলেন, 'যতটুকু জেনেছি ওনার পরিবার চট্টগ্রামে থাকে। নেজাম উদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে কোতোয়ালি থানায় ছিলেন। সে সময় কোনো কিছু নিয়ে বিরোধের সূত্র ধরে তাকে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি।’

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা আড়াইটায় প্রাইভেট কারে পাসপোর্ট অফিসের সামনে আসেন নেজাম উদ্দিন। এ সময় তাকে দেখতে পেয়ে আশপাশে অবস্থান করা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছুটে এসে ঘিরে ধরেন। বাগবিতণ্ডার সময় তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপর মারধরের শিকার হন তিনি।

বিএনপির নেতাকর্মীদের বক্তব্য থেকে জানা যায়, আওয়ামী লীগের আমলে নেজাম উদ্দিন কোতোয়ালি ও বাকলিয়া থানার ওসি ছিলেন। তখন তিনি বিএনপির নেতাকর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেন, বিনা কারণে গ্রেপ্তার করেন। এলাকায় নেতাকর্মীদের থাকতে দেননি নেজাম উদ্দিন।

উল্লেখ্য, ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হয়। তাকে গ্রেপ্তার করার দাবি জানান বিএনপির নেতাকর্মীরা। তাদের ধারণা নেজাম উদ্দিন পালিয়ে যাওয়ার উদ্দেশে পাসপোর্ট–সংক্রান্ত কাজে ওই এলাকায় গিয়েছিলেন।

Header Ad
Header Ad

বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার বাড়াতে প্রধান উপদেষ্টার তাগিদ

দেশের শিল্পখাতে বিদেশি আরও বিনিয়োগ আনতে অর্থনৈতিক কূটনৈতিক দল তৈরি করে প্রচারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেপজা’র ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন জমা দেয়ার সময় তিনি এমন নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বেপজা কর্মকর্তাদের অনুরোধ করেন বিনিয়োগকারীদের ভাষার বাধা অতিক্রম করতে হবে। এজন্য তিনি বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের, বিশেষ করে চীন ও জাপানে যারা পড়াশোনা করছেন তাদের সহায়তা নিতে বলেন।

বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বাংলাদেশে জুলাই-আগস্টের অভ্যুত্থান পরবর্তী বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন।

তিনি বলেন, গত তিন সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব পেয়েছি। আরও বিনিয়োগের জন্য আলোচনা চলছে। আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ৮টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু রয়েছে, যেখানে ৪৫২টি কারখানা রয়েছে।

এছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে আরও ১৩৬টি কারখানা নির্মাণাধীন রয়েছে।

বেপজা এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ সরবরাহ, বন্ডেড ওয়্যারহাউস সুবিধা, চট্টগ্রাম-সাংহাই সরাসরি বিমান যোগাযোগ এবং চীনের সাংহাই শহরে ভিসা কাউন্সিলর সার্ভিসসহ বিনিয়োগকারীদের কিছু দাবির কথা প্রধান উপদেষ্টাকে জানান মেজর জেনারেল জিয়া।

প্রতিবেশী দেশগুলো থেকে জ্বালানি আমদানি করে বাংলাদেশ লাভবান হতে পারে কি না, তা দেখার জন্যও অধ্যাপক ইউনূস কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেন।

তিনি বলেন, সরকার একটি সমন্বিত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে কাজ করবে। যাতে শিল্পগুলো দেশের বিদ্যমান প্ল্যান্ট থেকে আরও বেশি বিদ্যুৎ গ্রহণ করতে পারে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাংলাদেশের উচিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের উৎসাহিত করা।

এসময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

বিদেশে পালানোর সময় চট্টগ্রামের শিল্পপতি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত শিল্পপতি সাইফুল ইসলাম সুমন বিদেশে পালানোর চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ১,৩০০ কোটি টাকা লুটপাটের অভিযোগসহ একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।

সাইফুল ইসলাম সুমন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যবসায়িক অংশীদার। অভিযোগ রয়েছে, সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে যোগসাজশে তিনি ইউসিবিএলের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

এছাড়া, সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে ২০১৮ সালের ছাত্র আন্দোলনের সময় সহিংসতা উস্কে দেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ।

বিমানবন্দর থানার ওসি তাসলিমা আকতার জানান, “সাইফুল ইসলাম সুমন একাধিক মামলার আসামি। তাকে রবিবার রাতে বিমানবন্দর ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয়। আজ (সোমবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।”

 

অভিযোগের বিবরণ

ব্যাংক লুটপাট: সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে ইউসিবিএলের ১,৩০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে।

ছাত্র আন্দোলনে ভূমিকা: ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংসতা উস্কে দেওয়ার জন্য অর্থের যোগান দেওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশের ওপর হামলা: তার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী, আনোয়ারাসহ বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।

দুদক ইতোমধ্যেই ব্যাংক লুটপাটের মামলার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, পুলিশ সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে অন্যান্য মামলাগুলোর প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

সাইফুল ইসলাম সুমনের গ্রেপ্তার চট্টগ্রামের ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনাটি দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানে নতুন মাত্রা যোগ করেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর, পুলিশে সোপর্দ
বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার বাড়াতে প্রধান উপদেষ্টার তাগিদ
বিদেশে পালানোর সময় চট্টগ্রামের শিল্পপতি গ্রেপ্তার
এবার সুখবর দিলেন মিথিলা
মাওবাদী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত
মেজর ডালিমের এক হাতে একটি আঙুল নেই কেন? কী ঘটেছিল?
উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়
আমার ছেলে দেশের জন্য অনেক কষ্ট করে: পিনাকী ভট্টাচার্যের মা
হেলসের বিধ্বংসী সেঞ্চুরিতে রংপুরের দাপুটে জয়
একাধিক পদে ১৩১ জনকে নিয়োগ দিচ্ছে বিটিসিএল
অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত
চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, হতে পারে বৃষ্টি
হাসিনার ওপর রাগ লাগে না আপনার? খালেদা জিয়াকে আসিফ নজরুল
কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সমর্থক গ্রেফতার
২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল
গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন যারা
লন্ডনে দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের
ডিবি অফিসে আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান