যুবকের অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি তরুণীর
ছবি: সংগৃহীত
চাঁদপুরে শামছুল হক গাজী নামে এক যুবকের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ ফারজানা আক্তার সাথী (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
গত ৫ ডিসেম্বর শামছুল হক গাজীর ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে শামীম সরকারকে প্রধান আসামি করে এবং আরও চারজন নারী-পুরুষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ডায়াবেটিস হাসপাতালে যান শামছুল। স্ত্রীকে হাসপাতালে রেখে জরুরি কাজে যাওয়ার পথে তিনি অজ্ঞাত দুই নারীর সঙ্গে একটি অটোরিকশায় ওঠেন। পরে তারা তাকে জোরপূর্বক মাদরাসা রোডের জান্নাত মহলের একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
অপহৃতের ভাই বিষয়টি পুলিশ সুপার মুহাম্মদ রকিবকে জানান। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে শামছুল হককে উদ্ধার করে। অভিযানের সময় আসামিরা পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা পুলিশের মজিবুর রহমান জানান, প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে আরও দুই সহযোগীকে চিহ্নিত করা হয়। সোমবার ফারজানা আক্তার সাথীকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।