কুমিল্লায় ২০ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কুমিল্লায় হত্যা মামলার সাজা প্রাপ্ত আসামি হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে নগরীর রেইসকোর্স এলাকার একটি আবাসীক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হোমনা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকান্দ জানান, হাবিবুর রহমান হোমনা উপজেলার দড়িকান্দি গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। ২০০২ সালে উপজেলার আসাদপুর ইউনিয়নে দড়িকান্দি গ্রামের স্বপন মিয়া নামে এক দিনমজুরকে হত্যা করে। এ ঘটনায় তার বাবা হাসু মিয়া বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৬ সালে এ মামলায় আদালত অভিযুক্ত হাবিবুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।
পলাতক হাবিবুর রহমান দীর্ঘ ২০ বছর শরীরের গঠন পরিবর্তন করে জাতীয় পরিচয় পত্রে রকিবুল হাসান নামে স্মাট কার্ড তৈরি করে নির্বাচন কমিশন অফিসে আউটসোর্সিং কাজ করে আত্মগোপনে ছিলেন। যার কারণে দীর্ঘ দিন ধরে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার কুমিল্লার শাসন গাছা এলাকা থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।
কেএস/এমএমএ/