নিষেধ করায় সাংবাদিকের মাকে মারধর
পুকুরে হাঁস নামাতে নিষেধ করাই অপরাধ। এ কারণে হামলা চালিয়ে সাংবাদিকের মা জেবন নেছা(৫৫) কে মারধরের অভিযোগ উঠেছে সাফিউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আহত জেবন নেছা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার( ৮ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান জেবন নেছার ছেলে সাংবাদিক রবিউল হাসান।
অভিযুক্ত সাফিউল ইসলাম উপজেলার ওই এলাকার ইমান আলীর ছেলে। আহত জেবন নেছা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া গ্রামের হবিবর রহমানের স্ত্রী এবং জাগোনিউজ২৪ডটকমের লালমনিরহাট প্রতিনিধি রবিউল হাসানের মা।
জানা গেছে, মঙ্গলবার সকালে অভিযুক্ত সাফিউল ইসলামের প্রায় ১০টি হাঁস সাংবাদিক রবিউল হাসানের পুকুরে নামে। এ কারণে রবিউল হাসানের মা জেবন নেছা প্রায় প্রতিদিন হাঁসগুলো যেন পুকুরে না নামে সেজন্য সাফিউলদের বলেন। ফলে সাফিউল ইসলাম, তার স্ত্রী ফাতেমা বেগম (৩৫) ও ছেলে ফিরোজ (১৯) জেবন নেছার ওপর চড়াও হয়ে হামলা চালিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা গিয়ে আহতাবস্থায় জেবন নেছাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সাংবাদিক রবিউল হাসান বলেন, সাফিউলদের হাঁস প্রতিদিন আমাদের পুকুরে নেমে মাছের ক্ষতি করে আসছিল। আমার মা শুধু তাদের বলেছে হাঁসগুলো যেন পুকুরে না নামে। এর জন্যই তারা ক্ষিপ্ত হয়ে আমার বৃদ্ধা মায়ের ওপর হামলা চালায়। আমি থানায় অভিযোগ দেওয়ার প্রস্ততি নিচ্ছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সাফিউল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান নয়ন বলেন, আহত অবস্থায় জেবন নেছাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওনাকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এ ছাড়া আশা করছি উনি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিআইজি/এসআইএইচ