ফায়ার ফাইটার নয়ন এর বাড়ীতে শোকের মাতম চলছে
ছবি: সংগৃহীত
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র ছেলে নয়নকে হারিয়ে মা পাগল হয়ে গেছে। দুই সন্তানের মধ্যে নয়ন ছিল ছোট। বড় বোন সুমির বিয়ে হয়ে গেছে। বাবা আখতারুজ্জামান স্তব্ধ হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। তিনি বিশ্বাসই করতে পারছেন না তার ছেলেটি আর ফিরবে না।
কান্নায় বারবার মুর্ছা যাচ্ছেন নয়নের মমতাময়ী মা সোহাগী বেগম ও বোন আশামনি। প্রতিবেশী ও স্বজনরা তাদের শান্তনা দেবার ভাষা খুঁজে না পেলেও বৃথা চেষ্টা করে যাচ্ছিলেন। এঘটনায় শুধু নয়নের বাড়ীতেই নয় শোকের মাতম চলছে পুরো এলাকাজুড়ে। এলাকাবাসীও মেনে নিতে পারছেন না নয়নের এই অকাল মৃত্যুকে।
সোহানুজ্জামান নয়ন ২বছর আগে যোগ দেন ফায়ার সার্ভিসে। বর্তমানে তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। রংপুর জেলার মিঠাপুকুর থানার মিলনপুর ইউনিয়নের আটপুনিয়া গ্রামের কৃষক আক্তারুজ্জামানের একমাত্র ছেলে ছিলেন সোহানুজ্জামান নয়ন।
উল্লেখ্য যে, ২৫ ডিসেম্বর (বুধবার) রাত ২টার দিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা ঘাতক ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোহানুজ্জামান নয়ন রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাত ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।