সৈয়দপুরে হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার
নীলফামারী জেলার সৈয়দপুর থেকে ৫৫০ গ্রাম হেরোইনসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের
বিরুদ্ধে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে র্যাব। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র্যাব-১৩’র ফ্লাইট লেফটেন্যান্ট সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।
এক প্রেস বার্তায় তিনি জানান, গত ৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার সৈয়দপুর থানার ক্যান্টনমেন্ট খোদা হাফেজ গেট সংলগ্ন যুব নার্সারী ট্রাষ্ট টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউডের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ মাদক দ্রব্য ৫৫০ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ১টি মাইক্রোবাসসহ মাদক কারবারি মোঃ হুমায়ন কবির (২৪), মো. মাহফুজুর রহমান (২২), মো. সোহেল রানা (২৭), মোঃ সাদেক আলী (২৬), মোঃ মিলন আলী (১৫) এবং মো. তানজিদ হাসানকে (১৭) গ্রেপ্তার করে। সকলের জেলা চাঁপাইনবাবগঞ্জ।
জিএমএ/এসআইএইচ