বগুড়ায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা, ৪ কোটি টাকা আদায়
বগুড়ায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরের গতি বেড়েছে। বিদায়ী বছর ২০২১ সালে ট্রাফিক বিভাগ প্রায় সাড়ে ১১ হাজার যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রায় ৪ কোটি টাকা জরিমানা আদায় করেছে।
এর আগের বছর ২০২০ সালে ট্রাফিক আইন লংঘনের অভিযোগে ১০ হাজার ১৩০টি মামলা দায়ের করা হলেও ২০২১ সালে মামলার পরিমাণ বেড়ে দাঁড়ায় ১১ হাজার ৪৮৩টিতে। সে তুলনায় ২০২১ সালে এক হাজারেরও বেশি মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক আইন লংঘনকারি যানবাহনের বিরুদ্ধে পস মেশিনে মামলা নেওয়ার কারণে জরিমানা আদায় বাড়ছে।
বগুড়া সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ টিআই (প্রশাসন) মো. রফিকুল ইসলাম সরকার জানান, বগুড়া শহরে ডিজিটাল পদ্ধতিতে পস মেশিনের মাধ্যমে যানবাহনের বিরুদ্ধে মামলা নেওয়ায় কাজের গতি বেড়েছে। গত বছর ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে ট্রাফিক আইন লংঘনের অভিযোগে ১১ হাজার ৪৮৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ডিজিটাল পদ্ধতিতে পস মেশিনের মাধ্যমে মামলা নেওয়া হয় ১০ হাজার ৫৯৪টি। এ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতে মামলা দায়ের করা হয় মাত্র ৮৮৯টি। সেইসঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা ও তিনজন বহনসহ দ্রুত গতিতে চালানোর অভিযোগে ৮ হাজার ১২৮টি মোটর সাইকেলের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর ফিটনেস না থাকাসহ ট্রাফিক আইন না মানায় ২৫৮টি সিএনজি চালিত অটোরিক্সা, ২৬৬টি প্রাইভেটকার, ১৬৯টি মাইক্রোবাস, ৫৪২টি পিকআপভ্যান, ৬৩টিবাস, ৯৭১টি ট্রাক, ১৯৭টি কাভার্ডভ্যানের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মোট জরিমানা করা হয়েছে ৪ কোটি ৫৭ লাখ ৮৭ হাজার ৬০ টাকা। এর মধ্যে জরিমানা আদায় করে সরকারের রাজস্ব খাতে জমা দেওয়া হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ১১০ টাকা। এসব যানবাহনের মালিকরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর ইউ ক্যাশের মাধ্যমে সরকারি কোষাগারে জরিমানার এই পরিমাণ টাকা জমা দিয়েছেন।
টিআই রফিকুল ইসলাম আরও জানান, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে মামলা দায়েরের গতি বেড়েছে। ডিজিটাল পদ্ধতিতে পস মেশিনে দ্রুত মামলা নেওয়া হচ্ছে। পাশাপাশি এনালগ পদ্ধতিতেও মামলা নেওয়ার হার কমছে।
তিনি বলেন, ২০২০ সালে মোট ১০ হাজার ১৩০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে ১ কোটি ১২ লাখ ৪৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
টিটি/