ইঁদুর মারার বিষ খেয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা
টাঙ্গাইলের মধুপুরে নিজবাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম প্রীতম কুমার সিংহ আকাশ (২১)। তিনি চারুকলা অনুষদভুক্ত মৃৎশিল্প বিভাগের শিক্ষার্থী ছিলেন।
রোববার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজ বাড়ি টাঙ্গাইলের মধুপুরে রাত ১ টার দিকে প্রীতম বিষপান করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রীতম কুমার সিংহ আকাশ মধুপুর পৌরসভায় সাথী সিনেমা হল রোডের উত্তম কুমার সিংহের ছেলে।
প্রীতমের পরিবারের দাবি, টাঙ্গাইলের কুমুদিনী সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রিতমের। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। কষ্ট ও ক্ষোভে বাড়িতে থাকা ইঁদুর মারার বিষপান করেন প্রীতম। অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইলের কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
এ বিষয়ে মধুপুর থানার ওসি ( তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, ‘আত্মহত্যার ঘটনা শোনার পর থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছিল। এর আগেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।’
এসএ/