চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর কাঁঠালতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণ-আরএফএল গ্রুপের একটি মালবাহী গাড়ি দর্শনার দিক থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় তিনজন আরোহীর একটি মোটরসাইকেল কাঁঠালতলাপার এলাকায় এলে মালবাহী গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ছাড়া অপর দুইজন গুরুতর আহত হন। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে আরও একজন মারা যান।
নিহতরা হচ্ছে- দর্শনা আকন্দবাড়িয়া গ্রামের কায়েস উদ্দিনের ছেলে রিফাত (১৮) এবং দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি আমডাঙ্গা গ্রামের ইমান আলীর ছেলে লাল্টু (২৫)।
গুরুত্বর আহত পৌর এলাকার রামনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মানিক (১৮)। এ তিন বন্ধু দর্শনা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, মানিকের অবস্থাও আশক্ষজনক। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
অপরদিকে, লাল্টুর মরদেহ সদর হাসপাতাল মর্গে এবং রিফাতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।
দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরকেএল/এমএসপি