বিক্রি হওয়া নবজাতক ফিরে পেল মা
হাসপাতালে ডেলিভারির বিল পরিশোধ করতে বিক্রি করে দেওয়া নবজাতককে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। সন্তান ফিরে পাওয়ার পর নবজাতকের মা তামান্না সংবাদমাধ্যমকে বলেন, ‘হাসপাতালের বিল পরিশোধ করার জন্য আমি আমার সন্তানকে অর্থের বিনিময়ে দত্তক দিয়েছিলাম। অবশেষে প্রশাসন ও সাংবাদিকদের সহায়তায় আমি সন্তানকে ফিরে পেয়েছি। আমি খুব খুশি।’
এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান বলেন, ‘সন্ধ্যার পর শিশু বিক্রির বিষয়টি জানার পর সহকারী কমিশনার (ভূমি), মতলব উত্তর থানা–পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় বিভিন্ন জায়গায় গভীর রাত পর্যন্ত অভিযান চালাই। পরে উপজেলার ষাটনল ইউনিয়নের কাছে শিশুটি রয়েছে নিশ্চিত হলে, সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করি।’
ইউএনও আরও বলেন, এ সময় নবজাতক কেনা ও বেচার ঘটনায় জড়িত উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে ঘটনা ঘটিয়েছে। সিমলা আক্তার ছেলেটিকে আর দাবি করবে না মর্মে মুচলেকা দিয়ে তার মায়ের কাছে হস্তান্তর করেছে।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি উপজেলার পালস-এইড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন তামান্না। সিজারের পর হাসপাতাল কর্তপক্ষ ৪০ হাজার টাকা বিল করলে দরিদ্র তামান্নার স্বামী টাকা জোগাড় করতে না পেরে মোবাইল ফোন বন্ধ করে উধাও হয়ে যায়। উপায় না পেয়ে হাসপাতালের বিল পরিশোধ করতে সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন তামান্না। এ ঘটনার পর শিশুটিকে উদ্ধারে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত অভিযানে নামে প্রশাসন।
এসআইএইচ