টাঙ্গাইলে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা
ছবি : ঢাকাপ্রকাশ
দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক পেয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ভোট প্রার্থনায় প্রচার-প্রচারণায় নেমেছেন। এর আগে বৃহস্পতিবার (০২ মে) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রতীক দেওয়া হয়।
উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা যেসব প্রতীক পেলেন- তারমধ্যে মোছা: নার্গিস বেগম পেয়েছেন (দোয়াত কলম), আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত (মোটরসাইকেল), তাহেরুল ইসলাম তোতা (আনারস), মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু (ঘোড়া) এবং ফিরোজ চৌধুরী (হেলিকাপ্টার)।
এদিকে, পুরুষ ভাইস চেয়ারম্যানদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু পেয়েছেন (তালা চাবি), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজু (টিউবওয়েল), বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী খান (মাইক) ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম (টিয়া পাখি)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান পদে আলিফনুর মিনি পেয়েছেন (প্রজাপতি), সাবেক ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী (কলসি), উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খানম (ফুটবল), মহিলা নেত্রী মঞ্জুয়ারা বেগম (পদ্মফুল) প্রতীক।
১৯৭৪ সালের ৭ আগস্ট গোপালপুর থেকে বিচ্ছিন্ন হয়ে ভূঞাপুর স্বতন্ত্র থানার মর্যাদা লাভ করে। ১৯৮৩ সালের ২৪ মার্চ ভূঞাপুরকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। মোট ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৬ হাজার ৩২৭ জন এবং মহিলা ভোটার ৮৩ হাজার ১৮৫ জন।