শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

সাদ্রা দরবারের অনুসারীদের ঈদের নামাজ। (পুরোনো ছবি-সংগৃহীত)

আজ সৌদি আরবে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। প্রতিবারের মত এবারও দেশটির সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এই ঈদ উদযাপনে শরিক হয়েছেন ইসলাম ধর্মের হানাফি মাজহাবের অনুসারীরা।

তারা বলছেন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চাঁদের অবস্থান জেনে এবং সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশে চাঁদ দেখার খবর পেয়ে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করছেন তারা। সে অনুযায়ী, আজ ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে চট্টগ্রাম, চাঁদপুর, দিনাজপুর, ঝিনাইদহ, পটুয়াখালী, মুন্সীগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, সাতক্ষীরা শেরপুর, বরিশাল, মৌলভীবাজার, পিরোজপুর, জামালপুর, বরগুনাসহ অনেক জেলার বিভিন্ন জায়গায়।

চাঁদপুর : সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের বিভিন্ন উপজেলার অর্ধশত গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকাল ৯টায় হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন মাওলানা জাকারিয়া চৌধুরী। অন্যদিকে সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা আরিফুল্লাহ চৌধুরী।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার আরও কয়েকটি গ্রামের বাসিন্দারা এ ধর্মীয় উৎসবে সামিল হোন।

চাঁদপুরে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীরজাদা পীর ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী জানান, এ দেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মরহুম মাওলানা ইসহাক (রহ.)। ১৯২৮ সাল রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন। তারপর থেকে সেই ধারা দেশের বিভিন্ন দরবার শরীফের পীরের অনুসারি এবং সচেতন মুসল্লিরা পালন করছেন।

নোয়াখালী : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার চার গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ উদযাপন করেন। প্রায় ১০০ বছর ধরে বাংলাদেশের একদিন আগেই তারাবির নামাজ পড়ে রোজা শুরু করেন তারা। এ বছরও এসব গ্রামের মানুষ একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বলে জানিয়েছেন।

বুধবার (১০ এপ্রিল) দুই উপজেলার ৯টি মসজিদে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন তারা।

গ্রামগুলো হলো-নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর গ্রাম, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম।

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার সাতকানিয়ার মির্জারখীল, এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়াসহ তৈলারদ্বীপের ৬০ গ্রামের বাসিন্দারা মঙ্গলবার রাতে তারাবির নামাজ আদায় করেননি। বুধবার (১০ এপ্রিল) ঈদ উদযাপন করছেন তারা।

দিনাজপুর : সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর সদরসহ জেলার বিভিন্ন উপজেলার কিছু স্থানে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

দিনাজপুরসহ চিরিরবন্দর, কাহারোল, বিরামপুর, বীরগঞ্জসহ জেলার আরও কিছু এলাকায় আজ ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে।

জামালপুর : সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (১০ এপ্রিল) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার অন্তত ১৫টি গ্রামের মানুষ ঈদ উদ্‌যাপন করছেন।

সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, মূলবাড়ি, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ, বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগা ও দক্ষিণ বলারদিয়ার গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

ঝিনাইদহ : সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতেও বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিরত উদ্‌যাপন করছেন কয়েকটি গ্রামের মুসল্লিরা। এ ছাড়া উপজেলার পায়রাডাঙ্গা, ভালকি ও নিত্যানন্দপুরেও ঈদের ছোট ছোট জামাত অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী : পটুয়াখালী বদরপুর দরবার শরীফসহ জেলার ২৭ গ্রামে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। বুধবার (১০ এপ্রিল) সদর উপজেলার বদরপুর দরগাহ শরীফ জামে মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বদরপুর ছাড়াও জেলার কলাপাড়া, বাউফল, গলাচিপা, দশমিনা ও দুমকি উপজেলার অন্তত ২৭ গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের নয় গ্রামে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গ্রামগুলো হচ্ছে- সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দির ও কংসপুরা একাংশ।

লালমনিরহাট : সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার পাঁচটি গ্রামে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন পাঁচ শতাধিক মুসল্লি।

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রাজিবপুর উপজেলায় তিনটি ইউনিয়নের কয়েকশ মানুষ বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। এ ছাড়া রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ এবং কোদালকাটি ইউনিয়নে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা : সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (১০ এপ্রিল) সাতক্ষীরার বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলার বাউকোলা, ভাড়ুখালী, আখড়াখোলা, তলুইগাছা, তালা উপজেলার ইসলামকাটি, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া, পাইকগাছা, খলিলনগর এলাকার অনেকেই ঈদের নামাজ আদায় করেছেন।

এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

Header Ad
Header Ad

আজহারীর তাফসিরের নামে চাঁদাবাজি চলছে: হারুন

আজহারীর তাফসিরের নামে চাঁদাবাজি চলছে: সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ । ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ অভিযোগ করেছেন, চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠেয় মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলের নামে চাঁদাবাজি চলছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউন স্কুল মাঠে এক আলোচনা সভায় তিনি বলেন, "আমার গ্রামের বাড়ির কাছের এলাকায় ২২ ফেব্রুয়ারি আজহারীর তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। দেশে তার অনেক ভক্ত রয়েছে এবং তিনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। তবে এই মাহফিলকে কেন্দ্র করে এক মাস ধরে প্রচারণার পাশাপাশি চাঁদাবাজিও চলছে। বিভিন্ন ব্যাংক, শিল্প কারখানা এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলা হচ্ছে।"

এই মাহফিলে জামায়াতে ইসলামী নেতাদের সম্পৃক্ততার অভিযোগ তুলে হারুনুর রশীদ বলেন, "জামায়াতের বিভাগীয় সমাবেশ করবেন, তা তাফসির মাহফিলের নামে কেন? মাহফিলে সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির আবু জার গিফারী, প্রধান অতিথি থাকবেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। মানুষ এত বোকা নয়, জনগণ এসব বিষয়ে সচেতন রয়েছে।"

তিনি আরও অভিযোগ করেন, "জামায়াতের অনেক নেতা বিভিন্ন জায়গায় তাফসির মাহফিলের নামে দলীয় সভা করছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। কোরআন-হাদিসের আলোকে আলোচনা করার বদলে তারা রাজনৈতিক প্রচারণা চালাচ্ছেন। মাহফিলে উপস্থিত জনতার কাছে জানতে চাওয়া হচ্ছে, কারা ইসলামের পক্ষে আছেন, এরপর প্রশ্ন তোলা হচ্ছে-কারা বুলবুল ভাইয়ের পক্ষে আছেন? এটি সরাসরি মুনাফেকির পরিচায়ক।"

বিএনপি নেতা হারুনুর রশীদ বলেন, "তাফসির মাহফিলে আমার ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বক্তৃতা দেওয়া থেকে বিরত থাকা উচিত।"

সাবেক কাউন্সিলর মাসিদুল হক নিখিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব তাসেম আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Header Ad
Header Ad

এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সাউথ ব্লকে তলব করা হয়েছে।

এর আগে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

তলব করে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে জানানো হয়েছে যে, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চায়। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকেও এই বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। তবে ভারত মনে করছে, বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে, যা ভারতের জন্য অগ্রহণযোগ্য।

রণধীর জয়সওয়াল বলেন, "বাংলাদেশের কিছু বিবৃতি অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যার জন্য ভারতকে দায়ী করছে। এই নেতিবাচক অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর। তবে শেখ হাসিনার প্রতি যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত ক্ষমতার বিষয়, যেখানে ভারতের কোনো ভূমিকা নেই। ভারতের অবস্থানকে ভুলভাবে ব্যাখ্যা করা হলে তা পারস্পরিক সম্পর্কের ইতিবাচক গতিকে বাধাগ্রস্ত করবে। তবুও ভারত সরকার দ্বিপাক্ষিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে এবং বাংলাদেশকেও ইতিবাচক অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।"

ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার দিনে, ৫ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা দিল্লি থেকে ভার্চুয়ালি নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি অনুষ্ঠানে অডিও বক্তব্য দেন। এতে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দিল্লিতে আশ্রিত হাসিনাকে বক্তব্য ও বিবৃতি থেকে বিরত রাখতে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে আহ্বান জানায় অভ্যুত্থানকারীরা।

পরদিন বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, "আমরা ভারতের কাছে আগেও আহ্বান জানিয়েছিলাম, তিনি (শেখ হাসিনা) যেন সেখান থেকে কোনো উসকানিমূলক বক্তব্য না দেন। গতকাল আবারও তিনি বক্তব্য দিয়েছেন। এজন্য ভারতের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।"

এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন জানান, ভারত জানিয়েছে শেখ হাসিনা কোনো ভারতীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দেননি। বরং তিনি যুক্তরাষ্ট্রের একটি প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন।

Header Ad
Header Ad

রেকর্ড গড়া জয়ে ফের বিপিএল চ‍্যাম্পিয়ন বরিশাল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইতিহাস গড়ে দ্বিতীয় বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ফাইনালে রেকর্ড ১৯৫ রান তাড়া করে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় তামিম ইকবালের দল। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বরিশাল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে ব্যাট করতে নামে চিটাগং কিংস। তাদের শুরুটা ছিল দারুণ। ওপেনিং জুটিতেই ১২.৪ ওভারে ১২১ রান তুলে নেয় তারা। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করা চিটাগং নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৪ রান।

২২ বছর বয়সী পাকিস্তানি ওপেনার খাজা নাফি ৪৪ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা। বিপিএলের শুরুতে ফর্মহীনতায় থাকা পারভেজ ইমন ফাইনালে দুর্দান্ত ব্যাট করেন। ৪৯ বলে হার না মানা ৭৮ রান করেন তিনি, যেখানে ছিল ছয়টি চার ও চারটি ছক্কা। এছাড়া, গ্রাহাম ক্লার্ক ২৩ বলে ৪৪ রান করেন, তিনটি ছক্কা ও দুটি চার মারেন তিনি।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতেই তামিম ইকবাল ও হৃদয় মিলে ৮.১ ওভারে ৭৬ রান যোগ করেন। বরিশাল অধিনায়ক তামিম ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল নয়টি চার ও একটি ছক্কা। টুর্নামেন্টে তামিম সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন, তার মোট রান ৪৬৭। তার ওপরে ছিলেন নাঈম শেখ (৫১১) ও তানজিদ তামিম (৪৮৫)। ওপেনিং জুটিতে সঙ্গী হৃদয় ২৮ বলে ৩২ রান করেন।

বরিশালের জয়ের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মায়ার্স। মাহমুদউল্লাহর সঙ্গে ৪২ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। ২৮ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন মায়ার্স, যেখানে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। মাহমুদউল্লাহ ১১ বলে ৭ রান করলেও ম্যাচের শেষ দিকে ৬ বলে ১৮ রানের ইনিংস খেলেন রিশাদ হোসেন, যেখানে ছিল দুটি বিশাল ছক্কা।

ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে দুই দলের শেষ ৫ ওভারের পারফরম্যান্সে। দুর্দান্ত শুরুর পরও শেষ ৪ ওভারে চিটাগং মাত্র ৩১ রান সংগ্রহ করে, যেখানে তাদের বড় স্কোর করার সুযোগ ছিল। একইভাবে বোলিংয়ের শেষ ৫ ওভারে চিটাগং কিংস রান আটকাতে ব্যর্থ হয় এবং একাধিক ফিল্ডিং মিস করে। ১৬তম ওভারে দুটি সহজ ক্যাচ মিস করে তারা। ১৮তম ওভারে আরও একটি ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া করে ফেলে। শেষ ২ ওভারে বরিশালকে ২০ রান করতে হতো, যা সহজেই তুলে নেয় তারা।

এই জয়ের মাধ্যমে বিপিএলে নতুন ইতিহাস লিখল ফরচুন বরিশাল। দ্বিতীয় বারের মতো শিরোপা জিতে তামিম ইকবালের নেতৃত্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিলো তারা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আজহারীর তাফসিরের নামে চাঁদাবাজি চলছে: হারুন
এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
রেকর্ড গড়া জয়ে ফের বিপিএল চ‍্যাম্পিয়ন বরিশাল
প্রেস সচিবের ক্ষমাপ্রার্থনা: বিবিসি বাংলার সংবাদের বিষয়ে বক্তব্য সংশোধন
পিরোজপুরে জামায়াতের তিন প্রার্থী, দুই আসনে সাঈদীর দুই ছেলে
পুলিশ ও প্রশাসনের ৯০ শতাংশ আওয়ামী লীগের সমর্থক!
আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে: আসিফ মাহমুদ
সৌদি আরব নিজেদের মাটিতেই ফিলিস্তিন রাষ্ট্র গড়তে পারে: নেতানিয়াহু
জিজ্ঞাসাবাদের পর শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ
যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ‘হাত-পা বেঁধে’ ফেরত, তোপের মুখে মোদি সরকার
নিজের কেনা বুলডোজারেই গুঁড়িয়ে গেল সাদিক আবদুল্লাহর পারিবারিক বাড়ি
‘ছাগলের ঘর’ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
নতুন রূপে সেজেছে মিরপুর, চিটাগংয়ের প্রথম নাকি বরিশালের দ্বিতীয়
চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: প্রধান উপদেষ্টা
টাঙ্গাইলে নসিমন কেড়ে নিল মাদ্রাসায় পড়ুয়া এক শিশুর প্রাণ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচু্রের ঘটনায় ভারতের তীব্র নিন্দা
চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
গুঁড়িয়ে দেওয়া হলো গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত