টাঙ্গাইলে একটি সংগঠনসহ ১০ গুণীজন পেলেন শিল্পকলা একাডেমি সম্মাননা
ছবি : ঢাকাপ্রকাশ
টাঙ্গাইলে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০২২-২৩ সালের জন্য সৃজনশীল সাস্কৃতিক সংগঠন হিসেবে করোনেশন ড্রামাটিক ক্লাব টাঙ্গাইলসহ জেলার ৯ গুণীজনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা স্মারক পেয়েছেন।
সম্মাননাপ্রাপ্ত হচ্ছেন- সৃজনশীল সাস্কৃতিক সংগঠক দাদুভাই হিসেবে সমধিক পরিচিত বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান, নাট্যকলায় বীর মুক্তিযোদ্ধা তুলসি দাস সরকার, বিপ্লব দত্ত পল্টন, কণ্ঠসংগীতে মো. শরফুল ইসলাম, আবুল কালাম সেন্টু, নৃত্যকলায় লিপি খন্দকার, যন্ত্রসংগীতে মো. ফেরদৌস কুরাইশী, আবৃত্তিতে উলফাতুল করিম খান ওরফে আকবর কবীর, চারুকলায় পলাশ কুমার দাস।
গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, বরেণ্য অতিথি টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হেসেন।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমি সভাপতি মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন (এসপি পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিওজ্জামান(উপ-সচিব পদোন্নতিপ্রাপ্ত), জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ।
সম্মাননাপ্রাপ্তদের মধ্য থেকে অনুভুতি ব্যক্ত করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান দাদু ভাই। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা শিল্পকলা অ্যাকাডেমির কালচারাল অফিসার মো. এরশাদ হাসান।