সুন্দরবন থেকে উদ্ধার মৃত বাঘের ময়নাতদন্ত সম্পন্ন
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোল এলাকার রুপার খাল থেকে উদ্ধার ৯ ফুট লম্বা মৃত বাঘের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় শরখোলা রেঞ্জ অফিসের সামনে বাঘটির ময়নাতদন্ত করেন শরণখোলা উপজেলা প্রাণী কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন।
তিনি বলেন, বাঘটির দৈর্ঘ্য ৯ ফুট এবং বয়স ১৬ থেকে ১৭ বছর হবে। আমরা নমুনা সংগ্রহ করেছি, ল্যাবে পাঠাবো। ল্যাব থেকে রিপোর্ট আসার পরে আমরা বুঝতে পারব বাঘটি কি কারণে মারা গিয়েছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শামসুল আরেফিন বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুবলার চরের আলোরকোল এলাকার রুপার খাল থেকে স্মার্ট টিমের সদস্যরা বাঘটি দেখতে পায় এবং আমাকে জানায়। আমি সরেজমিনে পরিদর্শন করি। তখন দেখে যেটা মনে হয়েছে বাঘটির শরীরে কোনো ক্ষতের দাগ পাওয়া যায়নি। বাঘটি ৯ ফিট লম্বা, তিন ফিট দুই ইঞ্চির মতো উচ্চতা ও ৪ ফিট তিন ইঞ্চি বের। এ নিয়ে সুন্দরবন থেকে পরপর ৩ বছরের মধ্যে তিনটি মৃত বাঘ উদ্ধার করা হয়েছে।
এসআর/এসআইএইচ